₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্ - আরবিআই - Reserve Bank of India
₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট (এসবিএন)-এর আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - অসাধু কর্মকান্ড
RBI/2016-17/147 নভেম্বর 22, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মহাশয়া /প্রিয় মহাশয়, ₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট (এসবিএন)-এর আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - অসাধু কর্মকান্ড আমাদের নজরে এসেছে যে কিছু স্থানে, এসবিএন-এর বিনিময়ে নগদ/ অ্যাকাউন্টে এসবিএন জমা নেওয়া সংক্রান্ত বিষয়ে কিছু ব্যাঙ্ক শাখা কর্মচারীগণ কিছু দুষ্কৃতীর সাথে অশুভ বোঝাপড়ার মাধ্যমে অসাধু কর্মকান্ডে জড়িত হচ্ছে। 2. ব্যাঙ্কসমূহকে একারণে এই বিষয়টি নিশ্চিত করতে নির্দেশ দেওয়া হচ্ছে যে এরূপ অসাধু কর্মকান্ড যেন ব্যাপক নজরদারির (ভিজিলেন্স) প্রয়োগ মারফত অবিলম্বে বন্ধ হয় এবং এরূপ কার্যে জড়িত কর্মচারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হয়। 3. ব্যাঙ্কসমূহ এসবিএন-এর বিনিময় তার সাথে এইসকল নোটগুলিকে তাদের গ্রাহকগণের অ্যাকাউন্টে জমা নেওয়া সংক্রান্ত ব্যাপারে জারিকৃত নির্দেশবিধিগুলির কঠোর অনুপালন নিশ্চিত করবে। এই মর্মে, ব্যাঙ্কশাখাগুলির নিম্নলিখিত বিষয়গুলিতে সঠিক খতিয়ান রাখা আবশ্যিক:
ব্যাঙ্কসমূহ এইসকল বিস্তারিত তথ্যাদি এমনভাবেই প্রস্তুত রাখবে যাতে তারা সেগুলি তাৎক্ষণিক চাহিদার ভিত্তিতে অবিলম্বে প্রদান করতে পারে। 4. অনুগ্রহ করে প্রাপ্তিস্বীকার করুন আপনার বিশ্বস্ত, (পি বিজয় কুমার) |