আরবিআই কর্তৃক 7 টি এনবিএফসির রেজিস্ট্রেশন সার্ - আরবিআই - Reserve Bank of India
78481808
এই তারিখে প্রকাশিত আগস্ট 17, 2015
আরবিআই কর্তৃক 7 টি এনবিএফসির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল
তারিখঃ17/08/2015 আরবিআই কর্তৃক 7 টি এনবিএফসির রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) নিম্নলিখিত সাতটি নন-ব্যাঙ্কিং আর্থিক কোম্পানির(এনবিএফসি) রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট,1934.-এর ধারা 45-আইএ (6) –এর অধীনে তার ওপর ন্যস্ত ক্ষমতাবলে।
রেজিস্ট্রেশন সার্টিফিকেট বাতিল করার পরে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট,1934.-এর ধারা 45-আই-এর ক্লজ (এ)-র অধীনে যেমন বর্ণিত আছে সেই অনুযায়ী এইসব কোম্পানিগুলি নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে কাজ চালাতে পারবে না। অলপনা কিল্লাওয়ালা প্রেস বিজ্ঞপ্তিঃ 2015-2016/422 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?