আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল কলকাতা মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল -এর উপর - আরবিআই - Reserve Bank of India
আরবিআই আর্থিক জরিমানা আরোপ করল কলকাতা মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল -এর উপর
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই) ডিসেম্বর 27, 2024 দিনাঙ্কিত আদেশ মারফত দ্য কলকাতা মহিলা কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, ওয়েস্ট বেঙ্গল (ব্যাঙ্ক)-এর উপর ₹1.00 লাখ (এক লাখ টাকা মাত্র)-এর আর্থিক জরিমানা আরোপ করেছে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (বিআর অ্যাক্ট)-এর ধারা 31-এর বিধানসমূহ লঙ্ঘন-এর মর্মে । বিআর অ্যাক্ট -এর ধারা 47A (1) (c) তৎসহ পঠিত ধারা সমূহ 46 (4) (i) ও 56–এর বিধানসমূহের অধীনে আরবিআই-তে ন্যস্ত ক্ষমতাবলের প্রয়োগে এই দন্ড-টি আরোপ করা হয়েছে। ব্যাঙ্ক টি ব্যর্থ হয়েছে তার খাতাসমূহ (accounts ) ও ব্যালান্স-শিট একত্রে অর্থবর্ষ (এফ ওয়াই) 2023-24-এর সাপেক্ষে অডিটর’স রিপোর্ট-এর সাথে আরবিআই-তে জমা করতে, এফ ওয়াই 2023-24-এর শেষ থেকে তিন মাস কালব্যাপী নির্ধারিত মেয়াদের মধ্যে। এই ক্রিয়াপদক্ষেপ-এর ভিত্তি- বিধিসম্পর্কিত(regulatory) অনুপালন কার্যে খামতি, এবং ব্যাঙ্ক কর্তৃক তার গ্রাহকের সাথে ক্রিয়াপ্রবিষ্ট কোনও লেনদেন বা সম্মতিসনদ (agreement)-এর বৈধতা-র উপর বিচার-প্রভাব আরোপ এর অভিপ্রায় নয়। অধিকন্তু, এই আর্থিক দন্ড আরোপ হয় প্রাক-সিদ্ধান্ত বিনা (without prejudice)- অপর কোনও ক্রিয়াপদক্ষেপ-এর সাপেক্ষে যা আরবিআই কর্তৃক ব্যাঙ্ক টির বিরুদ্ধে আরম্ভ করা হ’তে পারে।
(পুনিত পাঞ্চোলি) প্রেস বিজ্ঞপ্তি : 2024-2025/1812 |