৮ শতাংশ সঞ্চয় বন্ডগুলি ২০০৩ - আরবিআই - Reserve Bank of India
৮ শতাংশ সঞ্চয় বন্ডগুলি ২০০৩
ানুয়ারি ১৬, ২০০৪
বিজ্ঞপ্তি নং RBI / 2004 / 13
Ref.DGBA.CO.DT.13.01.299/H- 3819 /2003-04
চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর,
স্টেট ব্যাংক অফ ইণ্ডিয়া এবং সহায়ক ব্যাংকসমূহ,
এবং অন্য ১৭টি রাষ্ট্রায়াত্ত ব্যাংক,
ইউ-টি-আই ব্যাংক লিমিটেড, আই-সি-আই-সি-আই ব্যাংক লিমিটেড,
এইচ-ডি-এফ-সি ব্যাংক লিমিটেড, আই-ডি-বি-আই ব্যাংক লিমিটেড,
স্টক হোল্ডিং করপোরেশান অফ ইণ্ডিয়া লিমিটেড
মাননীয় মহাশয়,
৮ শতাংশ সঞ্চয় (করযোগ্য) বন্ডগুলি. ২০০৩
উল্লিখিত বিষয়ে অনুগ্রহপূর্বক আমাদের চিঠি CO.DT.13.01.299/H-38362002-03 তারিখ ৩রা এপ্রিল ২০০৩-র উল্লেখ করুন। এই সম্পর্কে, আমরা উপদেশ দিই যে ভারত সরকার বিজ্ঞপ্তি জারি করেছে যে অর্থমন্ত্রকের বিজ্ঞপ্তি F4(10)-W&M/2003 তারিখ ২১শে মার্চ ২০০৩-র ১৪ নং অনুচ্ছেদ মুছে দেওয়া হবে বিজ্ঞপ্তি F.4(10)-W&M /2003 তারিখ ১৩ই জানুয়ারি ২০০৪ অনুযায়ী।
তদানুযায়ী, আমরা উপদেশ দিচ্ছি যে উল্লিখিত বন্ডের সুদের অর্থদানের সময়ে উত্সমূলে কোনরূপ কর যেন কাটা না হয়।
ইতি ভবদীয়
স্বাক্ষর
(বি. বি. সাংমা)
জেনারেল ম্যানেজার
Endt.No.CO.DT.13.01.299/ H-3819-A /2003-04
আঞ্চলিক ডিরেক্টরগণের জ্ঞাতব্যের জন্য প্রতিলিপি পাঠানো হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাংক, পাবলিক ডেট অফিস, আমেদাবাদ / বাঙ্গালোর / কোলকাতা / চেন্নাই / হায়দ্রাবাদ / জয়পুর / কানপুর / দুর্গ, মুম্বাই / বাইকুল্লা, মুম্বাই / নাগপুর / নতুন দিল্লী / পাটনা / তিরুবন্তপুরম / ভূপাল / সি-এ-এস নাগপুর
(ইউ. সি. জয়সওয়াল)
অ্যাসিসটেন্ট জেনারেল ম্যানেজার