RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S1

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78485377

কার্ড দাখিল লেনদেনের জন্য আধার-নির্ভর প্রামাণ্যস্বীকৃতি

RBI/2016-17/170
DPSS.CO.PD No.1421/02.14.003/2016-17

ডিসেম্বর 02, 2016

চেয়ারম্যান এবং প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক
আরআরবি সহ সকল তপশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক/ শহরাঞ্চলিক সমবায় ব্যাঙ্ক/ রাজ্য সমবায় ব্যাঙ্ক/ জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক/ প্রাধিকৃত
কার্ড পেমেন্ট নেটওয়র্ক/ হোয়াইট লেবেল এটিএম অপারেটর/ পেমেন্ট ব্যাঙ্ক/ স্মল ফিন্যান্স ব্যাঙ্ক

মাননীয় মহাশয়া/ মহাশয়,

কার্ড দাখিল লেনদেনের জন্য আধার-নির্ভর প্রামাণ্যস্বীকৃতি

আমাদের সেপ্টেম্বর 29, 2016 তারিখাঙ্কিত সারকুলার DPSS.CO.PD.No.892/02.14.003/2016-17 দেখুন, যেখানে ব্যাঙ্কসমূহকে বলা হয়েছে এই বিষয়টি নিশ্চিত করতে যাতে জানুয়ারি 1, 2017 থেকে কার্যকরী রূপে প্রযুক্ত হওয়া সকল নতুন কার্ড-দাখিল গ্রহণ পরিকাঠামোগুলিকে(কার্ড প্রেজেন্ট অ্যাকসেপট্যান্স ইনফ্রাস্ট্রাকচার) আধার-নির্ভর বায়োমেট্রিক প্রামাণ্যস্বীকৃতি পদ্ধতি ব্যবহার করেও অর্থপ্রদান সম্পর্কিত লেনদেন প্রক্রিয়া চালাবার জন্য সক্ষম করে তোলা হয়।

2. আমাদের দৃষ্টিগোচরে আনা হয়েছে যে আধার ব্যবহারে সক্ষম করা কলকব্জার চাহিদা এবং যোগানের অসামঞ্জস্যের কারণে গ্রহণ পরিকাঠামো প্রযুক্ত করার হার শ্লথ হয়ে গেছে। একারণে, পর্যালোচনার পর, আধার ব্যবহারে সক্ষম করা কলকব্জা প্রয়োগের মেয়াদকাল জুন 30, 2017 পর্যন্ত বর্ধিত করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যদিও, উপরোক্ত নির্দেশবিধির অনুপালনের জন্য যা দরকার তা নিশ্চিত করতে ব্যাঙ্কসমূহ প্রয়োজনীয় ব্যবস্থাপনা অব্যাহত রাখবে যার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে এইসব পরিবর্তনসমূহ যেমন হস্ট-প্রান্ত, নেটওয়র্ক স্তর এবং কলকব্জার প্রস্তুতি।

3. অধিকন্তু, স্পষ্টীকরণ করা হচ্ছে যে সেপ্টেম্বর 29, 2016 তারিখাঙ্কিত সারকুলার-এর অন্তর্গত নির্দেশবিধিগুলি সকল নতুন কার্ড গ্রহণ পরিকাঠামোগুলিকে প্রযুক্ত করার জন্য নির্ধারিত। বিদ্যমান কার্ড গ্রহণ পরিকাঠামোগুলিকে আধার-নির্ভর বায়োমেট্রিক প্রামাণ্যস্বীকৃতি পদ্ধতি ব্যবহার করে অর্থপ্রদান সম্পর্কিত লেনদেনকার্যের প্রক্রিয়াকরণে সক্ষম করে তোলার বিষয়ে মেয়াদকাল যথাসময়ে বলা হবে।

4. পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট 2007 (2007-এর অ্যাক্ট 51)-এর ধারা 10(2) তৎসহ পঠিত ধারা 18-এর অধীনে এই আদেশবিধিটি জারি করা হল।

5. অনুগ্রহ করে এই সারকুলারটির প্রাপ্তিস্বীকার করুন।

আপনার বিশ্বস্ত,

(নন্দা এস. দাভে)
মুখ্য মহা প্রবন্ধক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?