পিএমজেডিওয়াই-এর অধীনস্থ অ্যাকাউন্টসমূহ – প্ - আরবিআই - Reserve Bank of India
পিএমজেডিওয়াই-এর অধীনস্থ অ্যাকাউন্টসমূহ – প্রাকসাবধানতা
RBI/2016-17/165 নভেম্বর 29, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক / মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, প্রিয় মহাশয়, পিএমজেডিওয়াই-এর অধীনস্থ অ্যাকাউন্টসমূহ – প্রাকসাবধানতা অনুগ্রহ করে “নগদ প্রত্যাহার – সাপ্তাহিক সীমা”-র উপর আমাদের নভেম্বর 25, 2016 তারিখাঙ্কিত সারকুলার DCM (Plg) No.1424/10.27.00/2016-16 দেখুন। নিরীহ কৃষক এবং পিএমজেডিওয়াই-এর অধীনস্থ গ্রামীণ অ্যাকাউন্ট ধারকগণকে কালো টাকা অসাধু উপায়ে সাদা করার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কার্যকলাপ থেকে রক্ষা করতে এবং বেনামি সম্পত্তি লেনদেন তথা মানি লন্ডারিং সংক্রান্ত বিধিনিয়মাবলীর অধীনে আইনানুগ ব্যবস্থার মুখে পড়ার হাত থেকে রক্ষা করার দিকে লক্ষ্য রেখে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে নভেম্বর 09, 2016-এর পরে যেসব পিএমজেডিওয়াই অ্যাকাউন্ট অর্থপুষ্ট(ফান্ডেড) হচ্ছে বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা পড়ার মাধ্যমে, সেগুলির কাজকর্মের উপর প্রাকসাবধানতা হিসাবে কিছু নির্দিষ্ট সীমা আরোপ করা হবে। সাময়িক পদক্ষেপ হিসাবে, ব্যাঙ্কসমূহকে পিএমজেডিওয়াই অ্যাকাউন্টসমূহের ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলিতে নজর রাখতে বলা হচ্ছে:
আপনার বিশ্বস্ত, (পি বিজয় কুমার) |