সোনার অলংকার ইত্যাদির উপর ঋণ - আরবিআই - Reserve Bank of India
সোনার অলংকার ইত্যাদির উপর ঋণ
RBI/2005-06/196
DBOD.No.IBD.BC. 663 /23.67.001/2005-06
নভেম্বর ২, ২০০৫
প্রতি
চেয়ারম্যান ও সকল তালিকাভুক্ত বানিজ্যিক ব্যাংকের সি-ই-ও
(আঞ্চলিক গ্রামীণ ব্যতিরেকে)
মাননীয় মহাশয়,
সোনার অলঙ্কার এবং অন্যান্য অলংকারের উপর ঋণ
উপরিউক্ত বিষয়ে অনুগ্রহ করে আমাদের বিজ্ঞপ্তি DBOD. No. BP.BC. 138/21.01.023/94 তারিখ নভেম্বর ২২, ১৯৯৪–র কথা উল্লেখ করুন, এছাড়া পূবর্তন বিজ্ঞপ্তিগুলি চটজলদি সুপারিশ স্বরূপ জুড়ে দেওয়া হয়েছে।
২। যেহেতু আপনি অবগত আছেন, সোনার অলঙ্কারে বিশুদ্ধতা প্রদর্শনকারী ছাপ নিশ্চয়তা দেয় অলংকারে যে সোনা ব্যবহৃত হয়েছে তার বিশুদ্ধতার পরিমান, সৌন্দয্য ও খাঁটিমান। ফলস্বরুপ ব্যাংকগুলি খুব সহজে এবং নিরাপদে বিশুদ্ধতার ছাপযুক্ত সোনার অলঙ্কার বাবদ অগ্রিম মঞ্জুর করতে পারে। বিশুদ্ধতার ছাপযুক্ত অলঙ্কারকে অগ্রাধিকার দেওয়ার প্রবনতা দীর্ঘ সময়ের জন্য উপভোক্তা, ঋণদানকারী এবং শিল্পের কাছে বিশুদ্ধতার ছাপযুক্ত অলংকারের প্রতি অভ্যাস থাকা উতসাহব্যঞ্জক।
৩। ফলস্বরুপ, ব্যাংকগুলি অলঙ্কারবাবদ অগ্রিম মঞ্জুর করার ক্ষেত্রে বিশুদ্ধতার ছাপযুক্ত অলংকারের সুবিধার বিষয় খেয়াল রাখবে এবং তার প্রতি সুদের হার ও পরিমান স্থির করবে।
৪। সোনার অলঙ্কার এবং অন্যান্য অলঙ্কার উপর ঋণ মঞ্জুর হওয়ার ক্ষেত্রে অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত।
ইতি ভবদীয়
(পি. সারান)
চীফ জেনারেল ম্যানেজার