ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, 1934-এর দ্বিতীয় তফø - আরবিআই - Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, 1934-এর দ্বিতীয় তফসিলে “ডেভেলাপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড”-এর নাম “ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড”-এ পরিবর্তন
আরবিআই/2013-14/442 জানুয়ারি 10, 2014 সমস্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক প্রিয় মহাশয় ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, 1934-এর দ্বিতীয় তফসিলে “ডেভেলাপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড”-এর নাম “ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড”-এ পরিবর্তন আমরা জানাই যে ভারতের গেজেট (অংশ III – উপভাগ 4)-এ ডিসেম্বর 28, 2013 তারিখে প্রকাশিত নভেম্বর 25, 2013 তারিখাঙ্কিত বিজ্ঞপ্তি ডিবিওডি.পিএসবিডি.নং10131/16.01.132/2013-14 অনুযায়ী ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আইন, 1934-এর দ্বিতীয় তফসিলে “ডেভেলাপমেন্ট ক্রেডিট ব্যাঙ্ক লিমিটেড” নাম পরিবর্তিত করে করা হল “ডিসিবি ব্যাঙ্ক লিমিটেড” যা কার্যকর হবে অক্টোবর 24, 2013 থেকে। আপনার বিশ্বস্ত (সুজাতা লাল) |