লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং ব - আরবিআই - Reserve Bank of India
লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)-এর সংশোধনী – এজেন্টদের কমিশনের অর্থপ্রদান
আরবিআই/২০১১-১২/২৯৯ তারিখঃ ডিসেম্বর ১৫, ২০১১ সভাপতি এবং পরিচালন অধিকর্তা / পরিচালন অধিকর্তা প্রিয় মহাশয়/মহাশয়া, লোক ভবিষ্যনিধি প্রকল্প, ১৯৬৮ (পিপিএফ, ১৯৬৮) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্প, ২০০৪ (এসসিএসএস, ২০০৪)-এর সংশোধনী – এজেন্টদের কমিশনের অর্থপ্রদান এতদ্দ্বারা শিরোনামাঙ্কিত বিষয়ে ভারত সরকারের নভেম্বর ২৫, ২০১১ তারিখের বিজ্ঞপ্তি নং এফ.১/১২/২০১১-এনএস-II-এর একটি প্রতিলিপি পাঠানো হচ্ছে । বিজ্ঞপ্তিতে পরিবেশিত বিষয় স্বত-ব্যাখ্যাত। আপনার বিশ্বস্ত (শ্রীকান্ত হামিনে) সংযোজনীঃ ১ [ভারত সরকারের গেজেটে প্রকাশিতব্যঃ বিশেষ, ভাগ I—অনুভাগ-II] নয়া দিল্লি, নভেম্বর ২৫, ২০১১ অর্থ মন্ত্রক বিজ্ঞপ্তি নং.এফ.১/১২/২০১১-এনএস-II - কেন্দ্রীয় সরকার এতদ্দ্বারা প্রাধিকৃত স্ট্যান্ডার্ডাইজ্ড্এজেন্সি সিস্টেম (এসএএস) এবং মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই)-র এজেন্টদের জানাচ্ছে যে স্ট্যান্ডার্ডাইজ্ড্এজেন্সি সিস্টেম(এসএএস) এবং মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই)-এর অধীন তাঁদের কর্তৃক সম্পাদিত চুক্তি্র শর্ত অনুযায়ী ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প-এর প্রচার এবং তার জন্য বিনিয়োগ জোগাড় করার জন্য তাঁদের নিম্ন হারে কমিশন প্রদান করা হবেঃ (ক) মহিলা প্রধান ক্ষেত্রিয় বচত যোজনা (এমপিকেবিওয়াই) হার (১) পাঁচ-বছরের রেকারিং ডিপোজিট একাউন্ট - ৪% ২. লোক ভবিষ্য নিধি প্রকল্পে (১%) এবং বরিষ্ঠ নাগরিক সঞ্চয় প্রকল্পে (০.৫%) কমিশন-প্রদান বন্ধ করে দেওয়া হবে। ৩. রাজ্য/কেন্দ্র শাসিত অঞ্চল সরকার কর্তৃক প্রদত্ত উৎসাহপ্রদানস্বরূপ অর্থ, যদি থাকে, সেটি কেন্দ্রীয় সরকারের দেওয়া কমিশন থেকে বাদ দিয়ে দেওয়া হবে। ৪. এই নির্দেশগুলি ডিসেম্বরের ১ম দিন, ২০১১ থেকে কার্যকরী হবে এম.এ.খান, অবর সচিব |