ব্যাঙ্কসমূহ প্রাক-2005 ব্যাঙ্কনোট জমা নেবে: আরবি - আরবিআই - Reserve Bank of India
ব্যাঙ্কসমূহ প্রাক-2005 ব্যাঙ্কনোট জমা নেবে: আরবিআই-এর স্পষ্টীকরণ
তারিখ: 19/12/2016 ব্যাঙ্কসমূহ প্রাক-2005 ব্যাঙ্কনোট জমা নেবে: আরবিআই-এর স্পষ্টীকরণ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এই ব্যাপারে স্পষ্টীকরণ ব্যক্ত করল যে ব্যাঙ্ক ₹ 500 এবং ₹ 1000 মূল্যমানের প্রাক-2005 ব্যাঙ্কনোট জমা নেবে কিন্তু সেগুলির পূনর্বন্টন (রি-ইস্যু) করবে না। কেবলমাত্র রিজার্ভ ব্যাঙ্কের কার্যালয়সমূহেই এই নোটগুলির বিনিময় করা যাবে। ভারত সরকার কর্তৃক জারিকৃত নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত গেজেট নোটিফিকেশন নং. 2652 অনুযায়ী, নোটিফিকেশনটিতে উল্লেখিত সীমা পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক জারিকৃত বিদ্যমান সারণীর ₹ 500 এবং ₹ 1000 মূল্যমানের ব্যাঙ্কনোট (বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট) গুলির আইনগত পেশযোগ্যতা নভেম্বর 09, 2016 থেকে কার্যকর ভাবে প্রত্যাহার করা হয়েছে । সেইহেতু, প্রাক-2005 ₹ 500 এবং ₹ 1000 মূল্যমানের ব্যাঙ্কনোটগুলিও এসবিএনসমূহের অন্তর্ভুক্ত হচ্ছে।। ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাছে দেশের বিভিন্ন অংশের জনসাধারণের থেকে প্রশ্ন/অভিযোগ আসছিল যে বাণিজ্যিক ব্যাঙ্কসমূহ প্রাক-2005 ব্যাঙ্কনোট গ্রহণ করছে না, একারণে আরবিআই স্পষ্টীকরণটি জারি করল। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক আরও স্পষ্টীকরণ ব্যক্ত করল যে তার জুন 30, 2016 তারিখে জারিকৃত নির্দেশবিধি অনুসারে, জনসাধারণের জন্য প্রাক-2005 ব্যাঙ্কনোট বিনিময়ের সুবিধা জুলাই 01, 2016-পরবর্তী সময়ে কেবলমাত্র রিজার্ভ ব্যাঙ্কের নিম্নোক্ত কার্যালয়গুলি থেকে পাওয়া যাচ্ছিল । যদিও এর অর্থ এটা নয় যে ব্যাঙ্কসমূহ গ্রাহকের অ্যাকাউন্টে জমা করার উদ্দেশ্যে প্রাক-2005 ব্যাঙ্কনোট মারফত আমানতরাশি গ্রহণ করতে পারবে না। প্রাক-2005 ব্যাঙ্কনোট বিনিময়ের সুবিধা রিজার্ভ ব্যাঙ্কের নিম্নোক্ত কার্যালয়গুলিতে পাওয়া যাচ্ছে: আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চন্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দ্রাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লক্ষ্ণৌ, মুম্বই, নাগপুর, নিউ দিল্লী, পাটনা, থিরুবনন্তপুরম এবং কোচি। অজিত প্রসাদ প্রেস প্রকাশনী : 2016-2017/1565 |