সেকেন্দ্রাবাদ স্থিত গোকুল কো-অপারেটিভ আরবান - আরবিআই - Reserve Bank of India
সেকেন্দ্রাবাদ স্থিত গোকুল কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং ব্যবসা চালানোর অনুজ্ঞাপত্র (লাইসেন্স) বাতিলকরণ
জুন 30, 2017 সেকেন্দ্রাবাদ স্থিত গোকুল কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং ব্যবসা চালানোর সাধারণ জনগণের জ্ঞাতার্থে এই মর্মে বিজ্ঞাপিত হচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাংক জুন 20, 2017 তারিখাঙ্কিত আদেশের মাধ্যমে ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 (অ্যাজ অ্যাপ্লিকেবল টু কো-অপারেটিভ সোসাইটিস) এর ধারা 22 তত্সহ পঠিত ধারা 56 এর অধীনে 7-2-148, মণ্ডা মার্কেট, সেকেন্দ্রাবাদ 500 003 ঠিকানায় অবস্থিত গোকুল কো-অপারেটিভ আরবান ব্যাংক লিমিটেড-এর ব্যাংকিং অনুজ্ঞাপত্র (লাইসেন্স) বাতিল করেছে। সেইহেতু, ব্যাংকটিকে জমা গ্রহণ এবং জমা নেওয়া অর্থের ফেরত দেওয়া সহ ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট 1949 (অ্যাজ অ্যাপ্লিকেবল টু কো-অপারেটিভ সোসাইটিস) এর ধারা 5 (b) –এ সজ্ঞায়িত ব্যাংকিং লেনদেন করার থেকে অবিলম্বে নিরস্ত করা হল । অজিত প্রসাদ প্রেস প্রকাশনি : 2016-2017/3547 |