₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্ - আরবিআই - Reserve Bank of India
₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট (এসবিএন)-এর আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - বিবাহ অনুষ্ঠান সম্পাদনের উদ্দেশ্যে নগদরাশি প্রত্যাহার- পরিমার্জন
RBI/2016-17/149 নভেম্বর 22, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মহাশয়া /প্রিয় মহাশয়, ₹ 500/- এবং ₹ 1000/- বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট (এসবিএন)-এর আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - বিবাহ অনুষ্ঠান সম্পাদনের উদ্দেশ্যে নগদরাশি প্রত্যাহার- পরিমার্জন অনুগ্রহ করে নভেম্বর 21, 2016 তারিখাঙ্কিত circular DCM (Plg) No.1320/10.27.00/2016-17 দেখুন। উপরোক্ত সারকুলারের অন্তর্গত অনুচ্ছেদ 2 vi (c) পরিমার্জন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা নিম্নে প্রদত্ত হল। যদি অর্থপ্রদান করার প্রস্তাবিত রাশিপরিমান ₹ 10,000/- অথবা তার বেশী হয়, যেসকল ব্যক্তিকে অর্থপ্রদান করা হবে বলে প্রস্তাব করে নগদরাশি প্রত্যাহার করা হচ্ছে তাঁদের বিস্তারিত তালিকা, তার সাথে ঐসকল ব্যক্তির কাছ থেকে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই এই মর্মে একটি অঙ্গীকারপত্র নিতে হবে । কি উদ্দেশ্যে প্রস্তাবিত অর্থপ্রদানগুলি করা হচ্ছে তা ওই তালিকাটিতে উল্লেখ করতে হবে। আপনার বিশ্বস্ত, (পি বিজয় কুমার) |