রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বি - আরবিআই - Reserve Bank of India
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তফশিলে “গোপিনাথ পাটিল পারসিক জনতা সহকারি ব্যাঙ্ক, লিমিটেড, থানে”-র নাম পরিবর্তন করে “জিপি পারসিক সহকারি ব্যাঙ্ক লিমিটেড, কালওয়া, থানে” করা হল
RBI/2017-18/59 সেপ্টেম্বর 21, 2017 সকল তফশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক মাননীয় মহাশয়/ মহাশয়া, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তফশিলে “গোপিনাথ পাটিল পারসিক জনতা সহকারি ব্যাঙ্ক, লিমিটেড, থানে”-র নাম পরিবর্তন করে “জিপি পারসিক সহকারি ব্যাঙ্ক লিমিটেড, কালওয়া, থানে” করা হল আমরা জানাই যে মার্চ 15, 2017 তারিখাঙ্কিত নোটিফিকেশন DCBR.RAD. (PCB). Not. No. 1/08.02.205/2016-17–এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তপশিলে “গোপিনাথ পাটিল পারসিক জনতা সহকারি ব্যাঙ্ক, লিমিটেড, থানে”-র নাম পরিবর্তন করে “জিপি পারসিক সহকারি ব্যাঙ্ক লিমিটেড, কালওয়া, থানে” করা হল, যা সেপ্টেম্বর 2, 2017 তারিখাঙ্কিত ইন্ডিয়া গেজেট (পর্ব III – অনুভাগ 4)--এ প্রকাশিত হয়েছে। আপনার বিশ্বস্ত (নিরজ নিগম) |