জন-পরিষেবার পদ্ধতি এবং কার্য-সম্পাদনের নিরীক্ - আরবিআই - Reserve Bank of India
জন-পরিষেবার পদ্ধতি এবং কার্য-সম্পাদনের নিরীক্ষা সমিতি (কমিটি অন প্রসিডিয়র এন্ড পারফর্মান্স অডিট অন পাব্লিক সারভিসেস—সিপিপিএপিএস) প্রতিবেদন নং-২ সুদ এবং/অথবা মূল-এর অর্থ প্রদান করায় বিলম্বের জন্য ক্ষতিপূরণ কাঠামো
আরবিআই/২০১১-১২/২৯৪ ডিসেম্বর ৯,২০১১ সভাপতি এবং পরিচালন অধিকর্তা /পরিচালন অধিকর্তা মহাশয়/মহাশয়া, জন-পরিষেবার পদ্ধতি এবং কার্য-সম্পাদনের নিরীক্ষা সমিতি (কমিটি অন প্রসিডিয়র এন্ড পারফর্মান্স অডিট অন পাব্লিক সারভিসেস—সিপিপিএপিএস) প্রতিবেদন নং-২ সুদ এবং/অথবা মূল-এর অর্থ প্রদান করায় বিলম্বের জন্য ক্ষতিপূরণ কাঠামো অনুগ্রহ করে শিরোনামাঙ্কিত বিষয়ে আমাদের সার্কুলার সিও.ডিটি নং ১৩.০১.২৯৮/এইচ-৯৭৮৬/২০০৪-০৫, তারিখ মে ২০,২০০৫ (আরবিআই/২০০৫/৪৭৭) দেখুন । সেখানে অনুচ্ছেদ ৩-এ বলা হয়েছে সংশ্লিষ্ট ব্যাঙ্ককে বিলম্বিত প্রাপ্তি / বিলম্বে সুদের ওয়ারেন্ট ক্রেডিট / বিনিয়োগের মেয়াদপূর্তি পরিশোধের অর্থ বিলম্বে জমা পড়া ইত্যাদির কারণে আর্থিক ক্ষতির জন্য রিলিফ / সেভিংস বন্ডে বিনিয়োগকারীকে ক্ষতিপূরণ দিতে হবে চালু সেভিংস ব্যাঙ্ক হারে । ২. এই বিষয়ে আমাদের নির্দেশ এই যে যেহেতু সঞ্চয় আমানতের(সেভিংস ডিপোজিট)ওপর সুদের হার নিয়ন্ত্র্ণমুক্ত করা হয়েছে, ব্যাঙ্কগুলি উপরোক্ত আর্থিক ক্ষতির কারণে পক্ষপাতহীনভাবে বিনিয়োগকারীদের নিজ নিজ টাকার পরিমাণের ওপর (যেমন, ১ লাখ এবং ১ লাখের বেশি ) যথাক্রমে ব্যাঙ্কের নিজস্ব সেভিংস ব্যাঙ্ক আমানতের ওপর সুদের হারে ক্ষতিপূরণ দেবে । আপনার বিশ্বস্ত, (সঙ্গীতা লালওয়ানি) |