বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা- চেস্ট ব্যালান্স সীমা/ নগদ ধারণ করার সীমা
RBI/2016-17/226 ফেব্রুয়ারি 13, 2017 চেয়ারম্যান/ প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য নির্বাহী আধিকারিক মাননীয় মহাশয়/ মহাশয়া, বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা- চেস্ট ব্যালান্স সীমা/ নগদ ধারণ করার সীমা অনুগ্রহ করে উল্লেখিত বিষয়ের উপর আমাদের নভেম্বর 29, 2016 তারিখাঙ্কিত সারকুলার DCM (Plg) No.1459/10.27.00/2016-17-এর অনুচ্ছেদ 2 (ii) দেখুন। সেখানে উল্লেখমত, একটি পর্যালোচনা করা হয় এবং এই সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে আবার নির্দেশবিধি জারি হওয়ার আগে নভেম্বর 10, 2016 পর্যন্ত কারেন্সি চেস্টে জমা হওয়া এসবিএন, ময়লা (সয়েলড) নোট শ্রেণীভুক্ত হয়ে চেস্ট ব্যালান্সের অংশ হিসাবে বিবেচিত হবে তবে এরূপ জমা চেস্ট ব্যালান্স সীমা/ নগদ ধারক সীমা নির্ণয়ে বিবেচ্য হবে না। আপনার বিশ্বস্ত, (এস রায়) |
পেজের শেষ আপডেট করা তারিখ: