স্বল্প সঞ্চয় প্রকল্পে বিশেষভাবে উল্লেখিত বú - আরবিআই - Reserve Bank of India
স্বল্প সঞ্চয় প্রকল্পে বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা
RBI/2016-17/151 নভেম্বর 23, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য নির্বাহী আধিকারিক, মহাশয়া /প্রিয় মহাশয়, স্বল্প সঞ্চয় প্রকল্পে বিশেষভাবে উল্লেখিত ব্যাঙ্কনোট(এসবিএন) জমা অনুগ্রহ করে ₹ 500/- এবং ₹ 1000/- ব্যাঙ্ক নোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার সম্পর্কিত আমাদের নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত circular DCM (Plg) No.1226/10.27.00/2016-17 দেখুন। 2. আমরা জানাই- ভারত সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে স্বল্প সঞ্চয় প্রকল্পের গ্রাহকগণ স্বল্প সঞ্চয় প্রকল্পে এসবিএন জমা করার অনুমতি পাবেন না। একারণে, ব্যাঙ্কসমূহকে স্বল্প সঞ্চয় প্রকল্পের অন্তর্গত আমানতগুলিতে এসবিএন জমা গ্রহণ না করার নির্দেশ দেওয়া হচ্ছে যা এখন থেকেই কার্যকর হল। 3. অনুগ্রহ করে প্রাপ্তিস্বীকার করুন। আপনাদিগের বিশ্বস্ত (পি বিজয় কুমার) |