ব্যাঙ্কিং রেগুলেশন এ্যাক্ট,1949 (এএসিএস)-এর ধারা 35 এ- - আরবিআই - Reserve Bank of India
ব্যাঙ্কিং রেগুলেশন এ্যাক্ট,1949 (এএসিএস)-এর ধারা 35 এ-এর অধীনে নিয়ন্ত্রণ- শতাব্দি মহিলা সহকারি ব্যাঙ্ক লিমিটেড, থানে, জেলা-থানে, মহারাষ্ট্র
তারিখ:13/08/2015 ব্যাঙ্কিং রেগুলেশন এ্যাক্ট,1949 (এএসিএস)-এর ধারা 35 এ-এর অধীনে নিয়ন্ত্রণ- শতাব্দি মহিলা সহকারি ব্যাঙ্ক লিমিটেড, থানেকে অগস্ট 20,2014 তারিখের কাজের শেষ থেকে ছয়মাস সময়সীমার নিয়ন্ত্রণের অধীনে রাখা হয়েছে, দ্রষ্টব্য অগস্ট 14, 2014 তারিখাঙ্কিত নির্দেশনামা ইউবিডি.সিও.বিএসডি-আই/ডি-5/12.22.504/2014-15. উপরোক্ত নির্দেশনামার বৈধতা ফেব্রুয়ারি 19, 2015 কাজের শেষ থেকে থেকে আরও ছয় মাস বাড়ানো হয়েছে, দ্রষ্টব্য ফেব্রুয়ারি 04,2015 তারিখাঙ্কিত নির্দেশনামা ডিসিবিআর.সিও.বিএসডি-আই/ডি-31/12.22.504/2014-15. এতদ্বারা জনসাধারণকে জানান হচ্ছে যে অগস্ট 14,2014 তারিখের নির্দেশনামার সঙ্গে পঠিত ফেব্রুয়ারি 04, 2015 তারিখাঙ্কিত নির্দেশনামার কার্যকারীতা আরও তিন মাস বাড়িয়ে অগস্ট 18,2015 কাজের দিনের শেষ থেকে নভেম্বর 17, 2015 পর্যন্ত করা হল, দ্রষ্টব্য আমাদের পরিবর্তীত জুলাই 21, 2015 তারিখাঙ্কিত, পর্যালোচনার সাপেক্ষে, নির্দেশনামা ডিসিবিআর.সিও.এআইডি.নং/ডি-04/12.22.504/2015-16. অন্যান্য শর্ত ও বিধি অপরিবর্তীত থাকবে। উপরোক্ত পরিবর্তন জানিয়ে জুলাই 21, 2015 তারিখের নির্দেশনামার একটি প্রতিলিপি জনসাধারণের দর্শনার্থে ব্যাঙ্কের ভবনে প্রদর্শিত হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক দ্বারা উপরোক্ত পরিবর্তনের অর্থ এই নয় যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ব্যাঙ্কের আর্থিক অবস্থায় প্রভূত উন্নতিতে সন্তুষ্ট। অনিরুধা ডি যাদব প্রেস বিজ্ঞপ্তি: 2015-2016/394 |