ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথাপ্রযোজ্য)-এর ধারা 35A–র অধীনে বিশেষ নিয়ন্ত্রণবিধি - দ্য ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, বাগনান স্টেশন রোড (উত্তর), পোস্ট- বাগনান, জেলা- হাওড়া, পিন-711303, পশ্চিমবঙ্গ
24 জুলাই 2018 ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949 (সমবায় সমিতির ক্ষেত্রে যথাপ্রযোজ্য)-এর ধারা 35A–র অধীনে বিশেষ নিয়ন্ত্রণবিধি - দ্য ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, বাগনান স্টেশন রোড (উত্তর), পোস্ট- বাগনান, জেলা- হাওড়া, পিন-711303, পশ্চিমবঙ্গ জনসাধারণের জ্ঞাতার্থে এতদ্বারা জানানো হচ্ছে যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (আরবিআই), ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট, 1949(সমবায় সমিতির ক্ষেত্রে যথাপ্রযোজ্য) -এর ধারা 35A –র উপধারা (1) তৎসহ পঠিত ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট,1949-এর ধারা-56-এর অধীনে ন্যস্ত ক্ষমতাবলে বাগনান স্টেশন রোড (উত্তর), পোস্ট- বাগনান, জেলা- হাওড়া, পিন-711303, পশ্চিমবঙ্গস্থিত দ্য ইউনাইটেড কো-অপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, -এর প্রতি নির্দিষ্ট কিছু বিশেষ নিয়ন্ত্রণবিধি জারি করেছে, যার দ্বারা, জুলাই 18, 2018 তারিখ কাজের শেষ থেকে, প্রাগুক্ত ব্যাঙ্ক আবশ্যিকভাবে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক-এর লিখিত আগাম অনুমোদন ব্যতীত, কোনও ঋণ এবং অগ্রিম মঞ্জুরি অথবা পুণর্নবীকরণ, কোনও বিনিয়োগ, তহবিল ধার করা এবং নতুন আমানত গ্রহণ সমেত কোনও দায়ভার গ্রহণ, কোনও অর্থপ্রদান সম্পর্কিত বিতরণ বা বিতরণে সম্মতিপ্রদান তা দায় এবং বাধ্যবাধকতা পালন বা অন্য কোনও বিষয়ের সঙ্গে সম্পর্কযুক্ত হলেও, কোনও আপস অথবা আয়োজন এবং বিক্রয়ে অংশগ্রহণ, জুলাই 12, 2018 তারিখাঙ্কিত আরবিআই নির্দেশ, যার প্রতিলিপি উৎসুক জনসাধারণের দর্শণার্থে ব্যাঙ্ক চত্বরে প্রদর্শিত আছে, তা ব্যতীত হস্তান্তরণ বা অন্য কোনও উপায়ে তার কোনও সম্পত্তি অথবা সম্পদ বিলিবন্দোবস্ত, করবে না। নির্দিষ্টভাবে, প্রত্যেক সেভিংস ব্যাঙ্ক বা কারেন্ট অ্যাকাউন্ট অথবা অন্য কোনও ডিপোজিট অ্যাকাউন্ট তা সে যে নামেই তাকে ডাকা হোক, তার মোট ব্যালান্স থেকে অনধিক ₹ 1000.00 (এক হাজার টাকা মাত্র) মূল্যের কোনো রাশি একজন আমানতকারীকে তোলার অনুমতি দেওয়া যেতে পারে, সেইশর্তে, যখন ঐ আমানতকারী ব্যাঙ্কের কাছে কোনও প্রকারে ঋণগ্রহীতা অথবা জামিনদার, অর্থাৎ হয় ঋণগ্রহীতা অথবা জামিনদার হিসাবে দায়বদ্ধ থাকে, রাশিটি প্রথমে সংশ্লিষ্ট ধার অ্যাকাউন্ট/গুলি-তে (বরোয়াল অ্যাকাউন্ট)উপরোক্ত আরবিআই নির্দেশে উল্লেখিত শর্তসাপেক্ষে সমন্বিত(অ্যাডজাস্ট) করতে হবে। আরবিআই কর্তৃক উপরোক্ত বিশেষ নিয়ন্ত্রণবিধি জারি করার থেকে এই অর্থ নির্ধারণ সমীচীন নয় যে আরবিআই কর্তৃক উক্ত ব্যাঙ্কটির ব্যাঙ্কিং লাইসেন্স বাতিল করা হচ্ছে । উক্ত ব্যাঙ্ক বিধিনিষেধের অধীনে ব্যাঙ্কিং কারবার অব্যাহত রাখবে এর আর্থিক স্থিতির উন্নতি ঘটা পর্যন্ত। পরিস্থিতির উপর নির্ভর করে রিজার্ভ ব্যাঙ্ক উক্ত নির্দেশগুলির পরিমার্জন বিবেচনা করতে পারে। উক্ত নির্দেশগুলি জুলাই 18, 2018 তারিখ কাজের শেষ থেকে ছয় মাস মেয়াদের জন্য কার্যকরী থাকবে এবং সময়ে সময়ে পর্যালোচনার সাপেক্ষাধীন থাকবে। अजीत प्रसाद प्रेस प्रकाशनी: 2018-2019/205 |
পেজের শেষ আপডেট করা তারিখ: