কাউন্টার থেকে SBN বিনিময় প্রদানের অবসান - আরবিআই - Reserve Bank of India
কাউন্টার থেকে SBN বিনিময় প্রদানের অবসান
RBI/2016-17/155 নভেম্বর 24, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মাননীয় মহাশয়, কাউন্টার থেকে SBN বিনিময় প্রদানের অবসান অনুগ্রহ করে বিদ্যমান ₹ 500/- টাকার এবং ₹ 1000/- টাকার ব্যাংক নোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার-কাউন্টার থেকে বিনিময় সংক্রান্ত আমাদের নভেম্বর 17,2016 তারিখাঙ্কিত সার্কুলার DCM (Plg) No.1302/10.27.00/2016-17 dated November 17, 2016 দেখুন। 2. একটি পর্যালোচনার পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে নভেম্বর 24, 2016 তারিখের মধ্যরাতের পর থেকে কাউন্টার থেকে SBN-এর (নগদে) বিনিময় প্রদান করা হবে না। সাধারণ জনগণ যাঁরা কাউন্টারে বিনিমিয়ের জন্য SBN পেশ করছেন তাঁদের ওই SBN নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে জমা করার জন্য উত্সাহিত করতে হবে। 3. ব্যাংকিং আওতাভূক্ত নয় এমন ব্যক্তিদের নতুন ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধা প্রদান ব্যাংকগুলিকে নিশ্চিত করতে বলা হচ্ছে । আপনার বিশ্বস্ত (পি বিজয় কুমার) |