ব্যাঙ্ক কতৃক তথ্য প্রদর্শন - আরবিআই - Reserve Bank of India
ব্যাঙ্ক কতৃক তথ্য প্রদর্শন
আরবিআই/ 2014-15/422 জানুয়ারি 22, 2015 সকল তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্কসমূহ ব্যাঙ্ক কতৃক তথ্য প্রদর্শন ব্যাঙ্কসমূহের কাজে স্বচ্ছতা প্রসারের লক্ষ্যে তথ্য প্রদর্শন-এর বিষয়ে আমাদের 22 আগষ্ট, 2008 তারিখাঙ্কিত ডিবিওডি.এলইজি.নং.বিসি.33/09.07.05/2008-09 এবং 12 সেপ্টেম্বর, 2008 তারিখাঙ্কিত ডিবিওডি.এলইজি.বিসি. 42/09.07.005/2008-09 সার্কুলারগুলি দেখুন। 2. ঋণ-এর মূল্যনির্ধারণের উপর গঠিত ওয়ার্কিং গ্রুপ-এর সুপারিশের ভিত্তিতে, ঋণ-এর মূল্য নির্ধারণে অধিকতর স্বচ্ছতা আনার উদ্দেশ্যে, ব্যাঙ্কসমূহকে নিম্নলিখিত অতিরিক্ত নির্দেশগুলি মেনে চলতে বলা হল। (এ) ওয়েবসাইটঃ
(বি) মূল বিবৃতি/তথ্যপত্র ঋণ প্রক্রিয়াকরণের প্রত্যেক পর্বে এবং তার সাথে বিধি ও শর্তাদি-র কোনও পরিবর্তনের সাপেক্ষে ব্যাঙ্কসমূহকে, সংযোজিত অংশে নির্ধারিত বিন্যাস অনুসারে স্বচ্ছভাবে, একত্রীকৃতভাবে এক পাতার মূল তথ্য বিবৃতি/ তথ্য পত্র প্রত্যেক ঋণগ্রহীতাগণকে প্রদান করতে হবে। 3. উপরে বর্ণিত নির্দেশগুলি কার্যকর করতে পর্যাপ্ত সময় দেবার উদ্দেশ্যে, এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে উপরে বর্ণিত অতিরিক্ত মূলনীতিগুলি (Guidelines) 01 এপ্রিল, 2015 থেকে লাগু হবে। (এ কে পান্ডে) মূল তথ্য বিবৃতি ঋণ...................................(নির্দিষ্ট ঋণ প্রকল্পের নাম)
|