ব্যাঙ্কনোট এবং ধাতুমুদ্রা বন্টন-উৎসাহ এবং দণ্& - আরবিআই - Reserve Bank of India
ব্যাঙ্কনোট এবং ধাতুমুদ্রা বন্টন-উৎসাহ এবং দণ্ডের পর্যালোচনা
আরবিআই/2013-14/450 জানুয়ারি 13, 2014 সভাপতি/পরিচালন অধিকর্তা প্রিয় মহাশয়/মহাশয়া, ব্যাঙ্কনোট এবং ধাতুমুদ্রা বন্টন-উৎসাহ এবং দণ্ডের পর্যালোচনা অনুগ্রহ করে আমাদের আগষ্ট 12, 2013 তারিখাঙ্কিত সার্কুলার ডিসিএম (সিসি) নং. জি--10/03.39.01/2013-14 দেখুন, যার দ্বারা আরআরবি এবং এউসিবিগুলিতে নোট বাছাই মেসিন (এনএসএম) বসাতে খরচ করা টাকা পুরিয়ে দেওয়ার জন্য আমরা উৎসাহ-প্রকল্পের পরিধি বাড়িয়েছি শহর/মহানগর অঞ্চলে বসানোর খরচের 50% অবধি এবং আধা শহর এবং গ্রামীন অঞ্চলে 75% পর্যন্ত। 2. পর্যালোচনার পরে এখন স্থির হয়েছে সব লাইসেন্সপ্রাপ্ত রাজ্য সমবায় ব্যাঙ্ক এবং জেলা কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিতেও নোট বাছাই মেসিন (এনএসএম) বসানোর জন্য উৎসাহ-প্রকল্প বাড়াতে। 3. এই সংশোধন অবিলম্বে কার্যকর হয়। জুলাই 01, 2013 তারিখাঙ্কিত আমাদের মাস্টার সার্কুলারের অন্য সব নির্দেশ এবং ধাতুমুদ্রা বিক্রির স্বয়ংক্রিয় মেশিন বসানোর জন্যও খরচ করা টাকা পুরিয়ে দেওয়ার জন্য নির্দেশ প্রযোজ্য হবে সব মেশিনের ক্ষেত্রে এমনকি নোট বাছাই মেসিন (এনএসএম)-এর ক্ষেত্রেও। 4. অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করবেন। আপনার বিশ্বস্ত, (বি.পি.বিজয়েন্দ্র) |