RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Page
Official Website of Reserve Bank of India

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78437848

বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সার্ভিস)

RBI/2005-06/181

Ref. DPSS (CO) No.590/01.01.15/2005             

অক্টোবর ১৭, ২০০৫

 

প্রতি

চেয়ারম্যান/ সকল ব্যাংকের সি-ই-ও যাঁরা বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থায় অংশগ্রহন করছেন

মাননীয় মহাশয়,

বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা (ইলেক্ট্রনিক ক্লিয়ারিং সিস্টেম)

যেহেতু আপনি অবগত আছেন, বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা বিভিন্ন ব্যবহারকারীর দ্বারা ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে তাদের যেমন সরকারী দপ্তরসমূহ, প্রাতিষ্ঠানিকসমূহ বেতন, অবসরকালীন ভাতা, লভ্যাংশের সুদ, সুদ ইত্যাদির মত পুনরাবৃত্তমূলক ব্যবস্থায়

২। বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থা যখন প্রমানিত হয়েছে যে ব্যবহারকারী এবং সুবিধাভোগী উপভোক্তা উভয়ের পক্ষেই মহাসুবিধাজনক, অভিযোগকারীর সংখ্যাও বেড়ে চলেছে মূল অভিযোগ হল ব্যাংক থেকে পাস বইয়ে/অ্যাকাউন্টের বিবৃতিতে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার গ্রহনকায্যর্গুলি অসম্পূর্ণ, উপভোক্তা কতৃর্ক সম্পাদিত কায্যের্র স্মরণ খুব অসুবিধাজনক হয়ে উঠেছে আপনাকে এটা গ্রহন করতে হবে যে অগ্রগমন এবং কৃতকর্মের জন্য সমিতি সরকারী হিসাব রক্ষণ (তারাপোরে সমিতি) প্রত্যেক বিবৃতিতে সম্পাদিত কর্মের বিস্তারিত খবর দেওয়ার ক্ষেত্রে জোর দিয়েছে

৩। এটা উল্লেখ করা যেতে পারে যে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার বিবৃতিতে (কাগজ এবং বৈদ্যুতিন দুইই) ব্যবহারকারীর একটা সাংকেতিক নাম দেওয়া হবে ব্যাংক থেকে যার সাহায্যে বিস্তারিত অ্যাকাউন্ট বিবরনি পাওয়া সহজতর হবে এই সাংকেতিক নাম সঠিকভাবে গ্রহন করা হবে এবং তা ব্যবহার করা হবে

৪। উপরিল্লিখিত বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশাবলী আপনার ব্যাংকগুলির বিভিন্ন শাখায় পাঠাতে হবে যাতে উপভোক্তারা তাদের পাস বই / অ্যাকাউন্টের বিবৃতিতে বৈদ্যুতিন বিনিময় ব্যবস্থার মাধ্যমে বিস্তারিত বিবরনী পায় উপরিল্লিখিত বিষয়কে সহজতর করার উদ্দেশ্যে সঠিক প্রযুক্তিগত সমাধান পদ্ধতি গ্রহন করা যেতে পারে

৫। একইধরনের পদক্ষেপ গ্রহন করা যেতে পারে অন্য বৈদ্যুতিন অর্থাদি প্রদান ব্যবস্থাগুলি যেমন ই-এফ-টি, এস-ই-এফ-টি, আর-টি-জি-এস ইত্যাদি ব্যবহারকারী প্রেরক / দূরবর্তী স্থানে অর্থপ্রেরনকারীদের আকর্ষন করতে

ইতি ভবদীয়

 

স্বাক্ষর

(কাজা সুধাকর)

সাধারন ব্যবস্থাপক

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

আমাদের অ্যাপটি ইনস্টল করতে QR কোডটি স্ক্যান করুন

RbiWasItHelpfulUtility

পেজের শেষ আপডেট করা তারিখ:

এই পেজটি কি সহায়ক ছিল?