বিদেশি নাগরিকদের জন্য বিনিময়-সুবিধা - আরবিআই - Reserve Bank of India
বিদেশি নাগরিকদের জন্য বিনিময়-সুবিধা
RBI/2016-17/186 December 16, 2016 সকল প্রাধিকৃত ব্যক্তি মহাশয়া/ মহাশয়, বিদেশি নাগরিকদের জন্য বিনিময়-সুবিধা প্রাধিকৃত ব্যক্তিবর্গের ধ্যান আকর্ষণ করা হচ্ছে নভেম্বর 25, 2016 তারিখাঙ্কিত A.P. (DIR Series) Circular No. 20-এর প্রতি যার মাধ্যমে ডিসেম্বর 15, 2016 অবধি সপ্তাহ প্রতি ₹ 5000/--এর সীমা পর্যন্ত বিদেশি মুদ্রার বিনিময়ে ভারতীয় কারেন্সি নোট পাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। 2. পর্যালোচনার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে নভেম্বর 25, 2016 তারিখাঙ্কিত A.P. (DIR Series) Circular No. 20-এর অন্তর্গত নির্দেশবিধিসমূহ ডিসেম্বর 31, 2016 পর্যন্ত বলবৎ থাকবে। 3. প্রাধিকৃত ব্যক্তিবর্গ উপরোক্ত নির্দেশবিধিসমূহ অনুসরণ করবে এবং সারকুলারের অন্তর্ভুক্ত বিষয়াদি তাঁদের এক্তিয়ারভুক্ত অংশগুলির নজরে আনবে। 4. এই সারকুলারটির অন্তর্গত বিশেষ নিয়ন্ত্রণবিধিগুলি ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট, 1999 (1999-এর 42)-এর ধারা 10(4) এবং ধারা 11(1)-এর অধীনে জারি করা হয়েছে এবং এগুলি অপর কোনও আইনের অধীনের অনুমতি/ অনুমোদনের প্রয়োজনীয়তাকে ক্ষুন্ন করে না। আপনার বিশ্বস্ত, (শেখর ভাটনগর) |