রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিত - আরবিআই - Reserve Bank of India
78510552
এই তারিখে প্রকাশিত
জুন 22, 2017
রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তপশিল থেকে “দ্য রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড পিএলসি”-র নাম অপসারণ
RBI/2016-17/325 জুন 22, 2017 সকল তপশিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক মাননীয় মহাশয়, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তপশিল থেকে “দ্য রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড পিএলসি”-র নাম অপসারণ আমরা জানাই যে “দ্য রয়াল ব্যাঙ্ক অফ স্কটল্যান্ড পিএলসি”-র নাম ফেব্রুয়ারী 28,2017 তারিখাঙ্কিত বিজ্ঞপ্তি সং. DBR.IBD.No.9999/23.13.020/2016-17 এর মাধ্যমে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934-এর দ্বিতীয় তপশিল থেকে অপসারন করা হয়েছে, এবং ভারতের সরকারি গেজেটে (অংশ III- ভাগ 4) মে 06 থেকে মে 12, 2017 তারিখে প্রকাশিত হয়েছে। আপনার বিশ্বস্ত (এম.জি.সুপ্রভাত) |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?