পৃথ্বী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড ( - আরবিআই - Reserve Bank of India
পৃথ্বী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (মাল্টিস্টেট), লখনৌ-এর ওয়েবসাইটে অসত্য এবং বিভ্রান্তিমূলক বিবৃতি
তারিখ: 14/06/2017 পৃথ্বী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (মাল্টিস্টেট), লখনৌ-এর ওয়েবসাইটে অসত্য এবং ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে যে শিরোনামের সোসাইটি তাদের ওয়েবসাইট http://prithvisociety.com – এ রিজার্ভ ব্যাঙ্কের ফেব্রুয়ারী 08, 2017 তারিখাঙ্কিত পত্র LK.DCBS.1391/10.10.016/2016-17–এর বিষয় বস্তু ভ্রান্তভাবে উল্লেখ করে এই অসত্য বিবৃতি প্রদর্শণের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করছে যে আরবিআই মাল্টিস্টেট পৃথ্বী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড-কে মাল্টিস্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে রূপান্তরিত করার উদ্দেশ্যে এনওসি জারি করেছে। জনসাধারণের গোচরে আনা হচ্ছে যে রিজার্ভ ব্যাঙ্ক মাল্টিস্টেট পৃথ্বী ক্রেডিট কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড কে মাল্টিস্টেট কো-অপারেটিভ ব্যাঙ্কে রূপান্তরিত করার উদ্দেশ্যে এরূপ কোনও এনওসি জারি করেনি। অধিকন্তু, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক উক্ত সোসাইটিকে অবিলম্বে সোসাইটির ওয়েবসাইট থেকে অসত্য এবং ভ্রান্ত ঘোষণা/ বিবৃতি প্রত্যাহার/ অপসারণ করতে এবং প্রকৃত এবং সত্য অবস্থার স্পষ্টীকরণ সমেত একটি যথাযথ সংশোধনী জারি করতে আদেশ করেছে । সোসাইটির ওয়েবসাইটের এরূপ অসত্য এবং বিভ্রান্তিকর বিষয়বস্তু শিকার হওয়ার হাত থেকে জনসাধারণকে সাবধান করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কর্তৃক এই নোটিশটি জারি করা হল। অনিরুধা ডি. জাদব প্রেস প্রকাশনি: 2016-2017/3376 |