আর্থিক অন্তর্ভুক্তিকরণ – ব্যাঙ্কিং পরিষেবার &# - আরবিআই - Reserve Bank of India
আর্থিক অন্তর্ভুক্তিকরণ – ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ গ্রহণ – প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট (বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট একাউন্ট)
আরবিআই/২০১২-১৩/১৭২ অগস্ট ২২, ২০১২ সভাপতি / মুখ্য নির্বাহী আধিকারিকগণ প্রিয় মহাশয় / মহাশয়া, আর্থিক অন্তর্ভুক্তিকরণ – ব্যাঙ্কিং পরিষেবার সুযোগ গ্রহণ – প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট (বেসিক সেভিংস ব্যাঙ্ক ডিপোজিট একাউন্ট) অনুগ্রহ করে এপ্রিল ১৭, ২০১২ তারিখে ঘোষিত ২০১২-১৩ সালের জন্য মুদ্রানীতি বিবরণী’র অনুচ্ছেদ ৮৮ এবং ৮৯ দেখুন। ২. আঞ্চলিক গ্রামীণ ব্যাঙ্ক এবং রাজ্য ও কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্কগুলিকে ডিসেম্বর ২০০৫ সালে বলা হয়েছিল প্রাথমিক ব্যাঙ্ক ব্যবস্থা হিসেবে অত্যন্ত স্বল্প মাশুলের ‘শূন্য’ অথবা অত্যন্ত ন্যূনতম ব্যালান্সের একটি ‘নো-ফ্রিল্স্’ একাউন্ট চালু করতে যাতে জনগণের একটি বিশাল অংশ এই ধরনের একাউন্ট ব্যবহার করতে পারে। ‘নো-ফ্রিল্স্’ একাউন্ট-এর নামের সঙ্গে যে অপবাদ জড়িয়ে গেছে সেটি দূর করার জন্য এবং সার্বিক ব্যাঙ্কিং ব্যবস্থার অন্তর্গত প্রাথমিক ব্যাঙ্কিং সুবিধাগুলি আরও সমান ভাবে চালু করার জন্য ‘নো-ফ্রিল্স্’ একাউন্ট খোলা সংক্রান্ত নির্দেশাবলিগুলির কিছু পরিমার্জন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদনুসারে, আর্থিক অন্তর্ভুক্তিকরণ বিষয়ে ডিসেম্বর ২৭, ২০০৫ তারিখের আরপিসিডি.সিও.নং.আরআরবি.বিসি.৫৮/০৩.০৫. ৩৩(এফ)/২০০৫-০৬ এবং ডিসেম্বর ১৩, ২০০৫ তারিখের আরপিসিডি.আরএফ.বিসি.৫৪/০৭.৩৮.০১/২০০৫-০৬ সংখ্যার সার্কুলারের অন্তর্গত নির্দেশাবলিসমূহ খারিজ করে ব্যাঙ্কগুলিকে একটি ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’-এর সুবিধা প্রদান করতে নির্দেশ দেওয়া হয়, যেটি নিম্নলিখিত ন্যূনতম সাধারণ সুবিধাসমূহ তার সমস্ত গ্রাহকদের দিতে পারবেঃ
৩. উপরের সুবিধাগুলির জন্য কোনও মাশুল লাগবে না। নিষ্ক্রিয় ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’ সক্রিয় করা অথবা নিষ্ক্রিয় রাখার জন্য কোনও মাশুল ধার্য করা হবে না। ৪. অন্যান্য জরুরি বিষয়গুলি নির্ধারণ করার স্বাধীনতা ব্যাঙ্কগুলির থাকবে যার মধ্যে নির্দিষ্ট প্রাথমিক ন্যূনতম পরিষেবার বাইরে অতিরিক্ত মূল্য-যুক্ত পরিষেবাগুলির মাশুল ঠিক করা যা যুক্তিযুক্তভাবে ও স্বচ্ছতার ভিত্তিতে করা হবে এবং কোনও ধরনের বৈষম্য ব্যতিরেকে লাগু করা হবে। ৫. ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’গুলি - আরবিআই কর্তৃক সময়ে সময়ে ব্যাঙ্ক একাউন্ট খোলার ক্ষেত্রে ‘আপনার গ্রাহককে জানুন’ (কে ওয়াই সি) / ‘অবৈধ টাকা বৈধকরণ প্রতিরোধ’ সংক্রান্ত জারি করা নির্দেশাবলিগুলি - মেনে চলবে। যদি সরলীকৃত কেওয়াইসি ভিত্তিতে এই ধরনের একাউন্ট খোলা হয়ে থাকে, সেই ক্ষেত্রে এই একাউন্টগুলি ‘ক্ষুদ্র একাউন্ট’ বলে গণ্য করা হবে এবং ‘ক্ষুদ্র একাউন্ট’ খোলার বিষয়ে অগস্ট ৮, ২০১১ তারিখের সার্কুলার আরপিসিডি. সিও.আরআরবি.এএমএল.বিসি.নং.১৫/০৩.০৫.৩৩(ই)/২০১১-১২ এবং এপ্রিল ২৬, ২০১১ তারিখের আরপিসিডি.সিও.আরসিবি.এএমএল.বিসি.নং.৬৩/০৭.৪০.০০/২০১১-১২ এবং ‘কেওয়াইসি বিধি’ বিষয়ে অক্টোবর ১৩, ২০১১ তারিখের সার্কুলার আরপিসিডি.সিও.আরআরবি.এএমএল.বিসি. নং২১/০৩.০৫.৩৩(ই)/২০১১-১২ এবং অক্টোবর ১৭, ২০১১ তারিখের আরপিসিডি.সিও.আরসিবি.এমএল.বিসি.নং২৩/ ০৭.৪০.০০/২০১১-১২ এবং নাম, ঠিকানা ও আধার নং সহ ইউআইডিএআই কর্তৃক জারি করা চিঠি.তে উল্লিখিত শর্তগুলি মেনে চলতে হবে। ৬. যাঁদের ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’ খোলা হয়েছে তাঁরা ওই ব্যাঙ্কে অন্য কোনও সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট খুলতে পারবেন না। যদি কোনও গ্রাহকের অন্য কোনও সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট ওই ব্যাঙ্কে থাকে তবে সেটি ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’ খোলার ৩০ দিনের মধ্যে বন্ধ করে দিতে হবে। ৭. বর্তমানে প্রাথমিক ব্যাঙ্কিং পরিষেবা দেওয়ার জন্য খোলা ‘নো-ফ্রিল্স্’ একাউন্টকে উপরোক্ত অনুচ্ছেদ ২-এ প্রদত্ত নির্দেশাবলি অনুযায়ী ‘প্রাথমিক সঞ্চয় ব্যাঙ্ক জমা একাউন্ট’-এ পরিবর্তন করে নিতে হবে। আপনার বিশ্বস্ত, (সি.ডি.শ্রীনিবাসন) |