ব্যাংকের পরিষেবা বাড়িয়ে আর্থিক অন্তর্ভুক্তি - - আরবিআই - Reserve Bank of India
ব্যাংকের পরিষেবা বাড়িয়ে আর্থিক অন্তর্ভুক্তি - ব্যাবসায়িক সাহায্যকারী ও প্রতিনিধিদের ব্যবহার
RBI /2005-06/331
মার্চ ২২, ২০০৬
১লা চৈত্র ১৯২৮ শক
চেয়ারম্যান / সি-ই-ও
(সকল তালিকাভুক্ত বানিজ্যিক ব্যাংক,
আঞ্চলিক গ্রামীন ব্যাংক এবং স্থানীয় ব্যাংক সহ)
মাননীয় মহাশয়,
উপরিল্লিখিত বিষয়ে আমাদের বিজ্ঞপ্তি DBOD.No.BL.BC. 58/22.01.001/2005-2006 তারিখ জানুয়ারি ২৫, ২০০৬-র কথা উল্লেখ করুন।
২। উপরিল্লিখিত বিজ্ঞপ্তির সুত্রে “ব্যবসা প্রতিনিধি” প্রতিরুপের ক্ষেত্রে, নথিবদ্ধ ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি যারা জনগনের আমানত গ্রহন করছে না তারা ব্যাংক কতৃর্ক মধ্যস্থতাকারী হিসাবে অন্যান্যদের সঙ্গে নিযুক্ত হবে। ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলি যারা ব্যাংকদ্বারা ব্যবসা প্রতিনিধির ভূমিকা পালন করবে, আর বি আই তাদের যোগ্যতা ইত্যাদি নির্ধারনের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে। ব্যবস্থা মুলতুবী রেখে, ব্যাংকগুলিকে উপদেশ দেওয়া হচ্ছে যে নিবার্চন স্থগিত রাখতে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলিকে ব্যবসা সদৃশ ব্যবহারে। যাইহোক, ব্যাংকগুলি কোম্পানি আইন ১৯৫৬ এর ২৫ নং ধারা অনুযায়ী ব্যবসা প্রতিনিধি হিসাবে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলির অনুমোদন ব্যবহৃত হতে পারে।
ইতি ভবদীয়
(পি. বিজয়া ভাস্কর)
চীফ জেনারেল ম্যানেজার