আর্থিক সাক্ষরতা সংক্রান্ত লেখ - আরবিআই - Reserve Bank of India
আর্থিক সাক্ষরতা সংক্রান্ত লেখ
তারিখ : 10/03/2017 আর্থিক সাক্ষরতা সংক্রান্ত লেখ সাধারণ জনসাধারণের কাছে আর্থিক সাক্ষরতা সংক্রান্ত সাধারণ জ্ঞান পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক ফেম (এফএএমই- ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস মেসেজেস) নামে একটি পুস্তিকা প্রকাশ করেছে। বইটিতে আলোচিত হয়েছে এগারোটি প্রতিষ্ঠানের কার্যবিধি / উত্পাদিত দ্রব্য (প্রোডাক্ট) নিরপেক্ষ আর্থিক সচেতনতা সংক্রান্ত বার্তা যেমন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার সময় প্রদেয় নথি (কে ওয়াই সি), বাজেটিং-এর গুরুত্ব, সঞ্চয় এবং দায়িত্ব সচেতনতার সঙ্গে ঋণগ্রহণ, সময়মত ঋণ পরিশোধ করে একটা ভাল ক্রেডিট স্কোর রাখা, দুয়ারে বা হাতের কাছে ব্যাংকিং পরিষেবা, কিভাবে ব্যাঙ্ক এবং ব্যাঙ্কিং ওমবাডসম্যানের কাছে অভিযোগ দায়ের করতে হবে সেই সংক্রান্ত জ্ঞান, অর্থ স্থানন্তরণের জন্য ইলেকট্রনিক পদ্ধতির প্রয়োগ, কেবলমাত্র পঞ্জীকৃত সংস্থায় অর্থ বিনিয়োগ ইত্যাদি। এই উদ্যোগের লক্ষ্য হল আর্থিক প্রোডাক্ট এবং পরিষেবা সম্বন্ধে সচেতনতা তৈরী করা, আর্থিক ক্রিয়াকলাপ সংক্রান্ত সুঅভ্যাস গঠন, ডিজিটাল পদ্ধতির ব্যবহার, এবং উপভোক্তা নিরাপত্তার ব্যবস্থাপনা। নীচের ওয়েব ঠিকানা থেকে পুস্তিকাটি স্থানীয় ভাষায় ডাউনলোড করার জন্য পাওয়া যাচ্ছে: (/bn/web/rbi/financial-education/downloads/financial-awareness-messages) স্থানীয় ভাষায় ডাউনলোড করার জন্য UPI (Unified Payment Interface) এবং *99# (Unstructured Supplementary Service Data)–এর উপর দুটি পোস্টারও পাওয়া যাচ্ছে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনি: 2016-2017/2426 |