পশ্চিমবঙ্গে নতুন জেলা গঠন-লিড ব্যাঙ্কের দায় - আরবিআই - Reserve Bank of India
পশ্চিমবঙ্গে নতুন জেলা গঠন-লিড ব্যাঙ্কের দায়িত্ব অর্পন
RBI/2017-18/60 সেপ্টেম্বর 21, 2017 চেয়ারম্যান ও প্রাবন্ধিক নির্দেশক / মুখ্য কার্যনির্বাহী আধিকারিক মাননীয় মহাশয়া/ মহাশয়, পশ্চিমবঙ্গে নতুন জেলা গঠন-লিড ব্যাঙ্কের দায়িত্ব অর্পন পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গ রাজ্যে মার্চ 20, 2017 তারিখাঙ্কিত দ্রষ্টব্য গেজেট নোটিফিকেশন মারফত এপ্রিল 4, 2017 তারিখ থেকে কার্যকরীরূপে নতুন জেলা “ঝাড়গ্রাম” গঠনের এবং মার্চ 24, 2017 তারিখাঙ্কিত গেজেট নোটিফিকেশন দ্বারা এপ্রিল 7, 2017 তারিখ থেকে কার্যকরীরূপে নতুন জেলা “পশ্চিম বর্ধমান” গঠনের ঘোষণা করেছে। নিম্নলিখিত বিশদ অনুসারে উক্ত নতুন জেলাগুলিতে লিড ব্যাঙ্কের দায়িত্ব অর্পনের সিদ্ধান্ত নেওয়া হল:-
2. ব্যাঙ্কগুলির দ্বারা বিএসআর রিপোর্টিং-এর উদ্দেশ্যে নতুন জেলাগুলির জন্য ডিস্ট্রিক্ট ওয়র্কিং কোড বরাদ্দ করা হল। 3. পশ্চিমবঙ্গ রাজ্যের অন্যান্য জেলার লিড ব্যাঙ্কের দায়িত্বে কোনও পরিবর্তন হয়নি। আপনার বিশ্বস্ত (অজয় কুমার মিশ্র) |