গোল্ড মানিটাইজেশন স্কিম, 2015 - আরবিআই - Reserve Bank of India
গোল্ড মানিটাইজেশন স্কিম, 2015
RBI/2017-18/79 অক্টোবর 17, 2017 সকল প্রতিনিধি ব্যাঙ্ক মাননীয় মহাশয়/ মহাশয়া গোল্ড মানিটাইজেশন স্কিম, 2015 অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর মার্চ 6, 2017 তারিখাঙ্কিত সারকুলার DGBA.GAD.No.2294/15.04.001/2016-17 তৎসহ পঠিত অক্টোবর 22, 2015 তারিখাঙ্কিত আরবিআই মাস্টার ডিরেকশন No.DBR.IBD.No.45/23.67.003/2015-16 (মার্চ 31, 2016 পর্যন্ত নবীকৃত) দেখুন। 2. সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ব্যাংকসমূহ দ্বারা প্রদান করা মধ্যম এবং দীর্ঘমেয়াদ সম্পর্কিত সরকারী আমানতের (এম এল টি জি ডি) প্রতিপুর্তী করা হবে কেন্দ্রীয় হিসাব (অ্যাকাউন্ট) অনুভাগ (সি এ এস) নাগপুর, আর বি আই থেকে। 3. তদনুসারে, ব্যাঙ্কগুলিকে আদেশ করা হয়েছে অবিলম্বে আমানতকারীদের প্রতি প্রদেয় সুদরাশির বকেয়া শীঘ্র প্রদান করে দিতে, এবং এই বিষয়ে খেয়াল রাখতে যাতে ভবিষ্যতে আমানতকারীদেরকে সুদরাশি প্রযোজ্য তারিখেই প্রদান করা হয়। অর্থপ্রদান করে দেওয়ার পর ব্যাঙ্কসমূহ আরবিআই (সিএএস, নাগপুর)-এর মাধ্যমে সরকারের কাছে প্রদত্ত রাশির জন্য দাবী পেশ করতে পারে। আপনার বিশ্বস্ত (ডি জে বাবু) |