রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934 –এর দ্বি - আরবিআই - Reserve Bank of India
রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934 –এর দ্বিতীয় তফশীলে অন্তর্ভুক্তিকরণ – তেলেঙ্গানা স্টেট কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লি., হায়দ্রাবাদ
RBI/2017-18/13 আষাঢ় 15, 1939 সমস্ত রাজ্য সমবায় ব্যাংকসমূহ / মহাশয়া/ প্রিয় মহাশয়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934 –এর দ্বিতীয় তফশীলে অন্তর্ভুক্তিকরণ – তেলেঙ্গানা স্টেট কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লি., হায়দ্রাবাদ আমরা জানাচ্ছি যে তেলেঙ্গানা স্টেট কো-অপারেটিভ অ্যাপেক্স ব্যাংক লি., হায়দ্রাবাদ-এর নাম মার্চ 29, 2017 তারিখাঙ্কিত বিজ্ঞপ্তি DCBR.CO.RCBD.No.02/19.51.025/2016-17 যা ভারতের সরকারি গেজেটে (সাপ্তাহিক সং.21- অংশ III – অনুভাগ4) মে 27- জুন 02, 2017 প্রকাশিত হয়েছে, তার মাধ্যমে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট, 1934 –এর দ্বিতীয় তফশীলে অন্তর্ভুক্ত করা হয়েছে । আপনার বিশ্বস্ত, (এন. শ্রীধর) |