অতিরিক্ত/নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ভারত - আরবিআই - Reserve Bank of India
অতিরিক্ত/নতুন নিরাপত্তা বৈশিষ্ট্যযুক্ত ভারতীয় ব্যাংকনোটগুলি
RBI/2005-06/107
DCM (Plg.) No. G 7 /10.01.00/2005-06
আগস্ট ১০, ২০০৫
চেয়ারম্যান/এম-ডি/সি-এম-ডি/সি-ই-ও
সরকারী ক্ষেত্রের ব্যাংক, বেসরকারী ক্ষেত্রের ব্যাংক, বিদেশী ব্যাংক
মাননীয় মহাশয়া / মহাশয়,
অতিরিক্ত / নতুন নিরাপত্তা বৈশিষ্টযুক্ত ভারতীয় ব্যাংকের নোট
অনুগ্রহপূর্বক আমাদের ৭ই মে ২০০৫ তারিখের চিঠি RBI/2004-05/458: DCM (Plg) No. G.40/10.01.00/2004-05 যাতে অতিরিক্ত / নতুন নিরাপত্তাযুক্ত বৈশিষ্টের তালিকা যা ভারতীয় ব্যাংকের টাকার উপর করা হবে এবং এই সম্পর্কিত আলোচনা যা সভাপতি, পরিচালন নির্দেশক এবং মুখ্য পরিচালন নির্দেশকের উপস্খিতিতে মুম্বাইয়ের সভায় স্থিরীকৃত তা আপনাকে প্রেরন করা হচ্ছে।
২। Rs.50 ও Rs.100 মূল্যের নোটগুলি যাতে অতিরিক্ত নিরাপত্তার বৈশিষ্ট দেওয়া হয়েছে তা ২০০৫ সালের আগষ্ট মাসে প্রকাশিত হবে। এরপরে Rs.500 ও Rs.1000 মূল্যের ব্যাংক নোট ২০০৫ সালের সেপ্টেম্বর মাসে প্রকাশিত হবে। অতিরিক্ত / নতুন নিরাপত্তাযুক্ত Rs.10 ও Rs.20 মূল্যের ব্যাংক নোট ২০০৬ সালে প্রকাশ করার লক্ষ্য নেওয়া হয়েছে।
ইতি ভবদীয়
(ইউ. এস. পালিওয়াল)
চীফ জেনারেল ম্যানেজার