মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপ& - আরবিআই - Reserve Bank of India
মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ-কিউমুলেটিভ, 2013)
আরবিআই 2013-14/411 ডিসেম্বর 19, 2013
সভাপতি এবং পরিচালন অধিকর্তা প্রিয় মহাশয় / মহাশয়া মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ-কিউমুলেটিভ, 2013) ভারত সরকার ডিসেম্বর 19, 2013 তারিখের তাদের বিজ্ঞপ্তি এফ.নং.4(16) ডব্লু ও এম / 2012 অনুযায়ী মুদ্রস্ফীতি সূচকযুক্ত জাতীয় সঞ্চয়পত্র-ক্রমপুঞ্জিত 2013 (“বন্ড”) জারি করার সিদ্ধান্ত নিয়েছে যা বলবৎ হবে ডিসেম্বর 23, 2013 থেকে ডিসেম্বর 31, 2013 পর্যন্ত। ভারত সরকারের এই অধিকার আছে যে তারা এই ইস্যু ডিসেম্বর 31, 2013-এর আগেই বন্ধ করে দিতে পারে। এই বন্ড জারি করার শর্তাবলি নিম্নে বর্ণিত হলঃ 2. বিনিয়োগের যোগ্যতা বন্ড নিতে পারেন – i. অনাবাসী ভারতীয় নন, এমন কোন ব্যক্তিবিশেষ ক) তার ব্যক্তিগত অধিকারে ii. অবিভক্ত হিন্দু পরিবার(এইচইউএফ) iii. ক. কোন দাতব্য সংস্থা বলতে একটি কোম্পানি যা ভারতীয় কোম্পানি আইন 1956-এর ধারা 25-এর অধীনে পঞ্জীকৃত, অথবা iv. ‘বিশ্ববিদ্যালয়’ বলতে কেন্দ্রীয়, রাজ্য বা প্রাদেশিক আইন কর্তৃক প্রতিষ্ঠিত অথবা নিগমিত এক বিশ্ববিদ্যালয়, যার মধ্যে ইউনিভার্সিটি গ্রান্ট কমিশন এ্যাক্ট, 1956 (1956 এর 3 )-এর ধারা 3-এর অধীনে ঘোষিত প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত এবং ওই আইনে নিহিত অর্থ অনুযায়ী সেটিকে একটি বিশ্ববিদ্যালয় হতে হবে। 3. বিনিয়োগের সীমা প্রতি বছর প্রতি আবেদনকারী পিছু বন্ডে বিনিয়োগের নিম্নতম সীমা ` 5,000/- এবং সর্বোচ্চ সীমা ` 5,00,000/- 4. কর প্রয়োগ আয়করঃ বন্ডের উপর সুদ আয়কর আইন, 1961-এর অধীনে করের আওতায় পড়বে, এবং সেটি বন্ডধারকের প্রাসঙ্গিক করদানের স্তর অনুযায়ী প্রযোজ্য হবে। 5. ইস্যুর মূল্য
6. প্রযুক্তমূল্য বন্ডের গ্রাহকমূল্য প্রদান নগদ/ড্রাফট/চেক/অনলাইন-ইন্টারনেট ব্যাঙ্কিং মাধ্যমে হবে। বিশেষভাবে নিম্নে অনুচ্ছেদ 10-এ যেমন বলা হয়েছে ব্যাঙ্কের(প্রাপক কার্যালয়)পক্ষে চেক অথবা ড্রাফট কাটা হবে, এবং সেটি আবেদন জমা করা হয়েছে যেখানে সেখানে প্রদানযোগ্য হবে। 7. জারি করার তারিখ টাকা প্রাপ্তির / ড্রাফট/চেক আদায়ের তারিখ থেকে বন্ড জারি করা হবে, অর্থাৎ লেজার এ্যাকাউন্ট খোলা হবে। 8. ফর্ম
9. আবেদনপত্র
10. প্রাপক কার্যালয় বন্ড লেজার এ্যাকাউন্ট ফর্মে বন্ডের জন্য আবেদনপত্র গ্রহণ করা হবেঃ
11. নমিনেশন
12. হস্তান্তরণ বন্ডধারকের (কেবলমাত্র ব্যক্তিবিশেষ) মৃত্যুতে বন্ড লেজার এ্যাকাউন্ট রূপে বন্ড নমিনির কাছে হস্তান্তরিত হবে। 13. সুদ বন্ডের উপর সুদের বার্ষিক হার হবে - 1.5%(স্থির)+চূড়ান্ত সমন্বিত উপভোক্তা মূল্য সূচকাঙ্ক [(সিপিআই)ভিত্তিঃ2010 = 100]-এর ভিত্তিতে গণনা করে নির্ধারিত মুদ্রাস্ফীতির হার। বর্ধিত মুদ্রাস্ফীতি হার গণনা করার জন্য চূড়ান্ত সমন্বিত সিপিআই গ্রহণ করা হবে তিন মাসের অন্তরে (অর্থাৎ সেপ্টেম্বরের জন্য চূড়ান্ত সমন্বিত সিপিআই প্রযুক্ত হবে ডিসেম্বরের সমস্ত দিনগুলির ক্ষেত্রে)। সুদ ছয় মাস অন্তর চক্রবৃদ্ধি হারে গণনা হবে এবং মেয়াদপূর্তি হলে মূলের সঙ্গে প্রদেয় হবে। 14. অগ্রিম/বন্ড কেনাবেচা সেকেন্ডারি মার্কেটে বন্ড লেনদেন হবে না। ব্যাঙ্ক, আর্থিক সংস্থা এবং নন্-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কোম্পানি(এনবিএফসি)থেকে ঋণ নেবার ক্ষেত্রে এই বন্ড জামিন হিসেবে রাখা যাবে। প্রাধিকৃত ব্যাঙ্ক এই ব্যাপারে ধারক আরবিআই-এর কাছে পূর্বস্বত্ব অর্পণ করবে। 15. পরিশোধ
16. পরিচালনা করার জন্য মাশুল বিনিয়োগকারীর থেকে প্রাপ্ত গ্রাহকমূল্যের জন্য পরিচালনার খাতে প্রতি ` 100.00-এর উপর ` 1.00 (এক টাকা মাত্র)প্রাধিকৃত ব্যাঙ্কগুলিকে দেওয়া হবে। আপনার বিশ্বস্ত (সঙ্গীতা লালওয়ানি) |