মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র(ইন&# - আরবিআই - Reserve Bank of India
মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ)[আইআইএনএসএস-সি]
আরবিআই/2013-14/534 মার্চ 26, 2014 সভাপতি এবং পরিচালন অধিকর্তা প্রিয় মহাশয় / মহাশয়া, মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ)[আইআইএনএসএস-সি] অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ে আমাদের ডিসেম্বর 19, 2013 তারিখের সার্কুলার ডিজিবিএ.সিডিডি.নং3688/13.01.999/2013-2014 এবং ডিসেম্বর 30, 2013 তারিখের সার্কুলার ডিজিবিএ.সিডিডি.নং 3798/13.01.999/2013-2014 দেখবেন। 2. ভারত সরকার তাদের মার্চ 25, 2014 তারিখের বিজ্ঞপ্তি দ্বারা বিজ্ঞাপিত করেছেন যে ‘মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র – ক্রমপুঞ্জিত’(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ – কিউমুলেটিভ)-এ বিনিয়োগের সর্বাধিক সীমা উপযুক্ত ব্যক্তিবিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে বাড়িয়ে বছরে ১০ লক্ষ টাকা এবং হিন্দু অবিভক্ত পরিবার(এইচইউএফ), দাতব্য অছি, শিক্ষামূলক নিধি ধরনের প্রতিষ্ঠান এবং অ-লাভজনক প্রতিষ্ঠানগুলির জন্য ২৫ লক্ষ করা হয়েছে। বিনিয়োগ গ্রহণ মার্চ 31, 2014 তারিখে বন্ধ হবে। ডিসেম্বর 19, 2013 তারিখের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। 3. অবিলম্বে আপনার সমস্ত শাখাকে এ বিষয়ে অবহিত করুন। আপনার বিশ্বস্ত, ধর্মেন্দ্র বাগাদা ভারত সরকার নতুন দিল্লি, তারিখ মার্চ 25, 2014 বিজ্ঞপ্তি ‘মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র – ক্রমপুঞ্জিত - 2013(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ – কিউমুলেটিভ – 2013) নং.এফ4(16)-ডব্লুএ্যান্ডএম/ 2012: ভারত সরকার এতদ্দ্বারা বিজ্ঞাপিত করছে যে ‘মুদ্রাস্ফীতি-সূচকযুক্ত জাতীয় সঞ্চয় ঋণপত্র – ক্রমপুঞ্জিত’(ইনফ্লেশন ইনডেক্সড ন্যাশানল সেভিংস সিকিউরিটিজ – কিউমুলেটিভ)-এ বিনিয়োগের সর্বাধিক সীমা উপযুক্ত ব্যক্তিবিশেষ বিনিয়োগকারীদের ক্ষেত্রে বাড়িয়ে বছরে ১০ লক্ষ টাকা এবং হিন্দু অবিভক্ত পরিবার(এইচইউএফ), দাতব্য অছি, শিক্ষামূলক নিধি ধরনের প্রতিষ্ঠান এবং অ-লাভজনক প্রতিষ্ঠানগুলির জন্য ২৫ লক্ষ করা হয়েছে। বিনিয়োগ গ্রহণ মার্চ 31, 2014 তারিখে বন্ধ হবে। ডিসেম্বর 19, 2013 তারিখের বিজ্ঞপ্তির অন্যান্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভারতের রাষ্ট্রপতির আদেশ বলে (ডঃ রজত ভার্গব) |