ব্যাঙ্ক নোটের ওপর লেখা
তারিখঃ 16/07/2015 ব্যাঙ্ক নোটের ওপর লেখা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের নজরে এসেছে যে জনসাধারণ এবং অনেক সংস্থা ব্যাঙ্কনোটের ওয়াটারমার্ক উইন্ডোর ওপর সংখ্যা, নাম অথবা বার্তা ইত্যাদি লেখেন এবং এইভাবে ব্যাঙ্কনোটগুলিকে বিকৃত করেন। ওয়াটারমার্ক উইন্ডোর একটি গুরুত্বপূর্ণ সুরক্ষা বৈশিষ্ট্য আছে যার দ্বারা আসল এবং নকল নোটের মধ্যে পার্থক্য করা যায়। এই উইন্ডোতে কোন প্রকার বিকৃতি থাকলে জনসাধারণ আসল নোটের একটি বৈশিষ্ট্য চিনতে পারবেন না। সেইজন্য জনসাধারণকে অনুরোধ যেন এমন কিছু না করা হয় যাতে নোটে বিকৃতি দেখা যায়। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ 2015-2016/152 |
পেজের শেষ আপডেট করা তারিখ: