ভারতীয় রিজার্ভ ব্যাংকের আন্ত:ব্যাংক রচনা প্ - আরবিআই - Reserve Bank of India
ভারতীয় রিজার্ভ ব্যাংকের আন্ত:ব্যাংক রচনা প্রতিযোগিতা – বর্ষ 2016-17
আগস্ট 30, 2016 ভারতীয় রিজার্ভ ব্যাংকের আন্ত:ব্যাংক রচনা প্রতিযোগিতা – বর্ষ 2016-17 ব্যাংকিং বিষয়ের উপর মৌলিক হিন্দী রচনাকে উত্সাহ প্রদানের জন্য ভারতীয় রিজার্ভ ব্যাংক প্রতি বছর হিন্দী রচনা প্রতিযোগিতার আয়োজন করে। সকল আধিকারিক এবং কর্মী (রাজভাষা আধিকারিক এবং অনুবাদক ব্যতীত) এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন।সেইমত 2015-16 বর্ষের যে প্রতিযোগিতা আয়োজন করা হবে তার জন্য নির্বাচিত তিনটি বিষয় নীচে দেওয়া হল:-
অংশগ্রহনকারীরা উপরোক্ত যে কোন বিষয়ের উপর হিন্দীতে লিখিত রচনা পাঠাতে পারেন।জমা দেওয়ার শেষ তারিখ 30শে নভম্বর, 2016 (বুধবার) । এই প্রতিযোগিতার নিয়মাবলী সংলগ্নক “A” এবং অংশগ্রহণকারী আধিকারিক/ কর্মচারী –দের জমা দেওয়ার জন্য শংসাপত্রের ফরমা সংলগ্নক “B”-তে দেওয়া হয়েছে। সমস্ত সরকারি ব্যাংক (আরআরবি সহ) এবং অর্থনৈতিক সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন এই সার্কুলারের বিষয়বস্তু তাদের কার্যালয়ে কর্মরত সমস্ত কর্মীদের গোচরে আনেন। বিস্তৃত প্রচারের জন্য সংস্থাগুলিকে অনুরোধ করা হচ্ছে তারা যেন উপরোক্ত প্রতিযোগিতার খবর তাদের সংস্থার গৃহ পত্রিকা/ হিন্দী প্রকাশনাতে প্রকাশ করেন এবং সংস্থার ওয়েবসাইটে অন্তর্ভূক্ত করেন। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ 2016-2017/540 |