দেশীয়/এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) মেয়াদি আমানতের উপর ঋণ - আরবিআই - Reserve Bank of India
দেশীয়/এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) মেয়াদি আমানতের উপর ঋণের ক্ষেত্রে সুদের হার
আমানতের উপরে সুদের হার
ভারতীয় রিজার্ভ ব্যাংক
|
কেন্দ্রীয় কার্যালয়
|
ব্যাংকিং কার্য ও উন্নয়ন বিভাগ
|
সেন্টার -১, ওয়ার্লড ট্রেড সেন্টার,
|
কাফে প্যারেড, কোলাবা, মুম্বাই-৪০০ ০০৫
|
DBOD. Dir.BC. 158 /13.03.00/2000
এপ্রিল ১, ২০০০
সকল বাণিজ্যিক ব্যাংক
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংকসহ)
মাননীয় মহাশয়,
আমানতের উপরে সুদের হার
আমাদের বিভিন্ন সময়ে সংশোধিত, বিজ্ঞপ্তি DBOD.No.Dir.BC.151/C.347/85 তারিখ ২৭শে ডিসেম্বর ১৯৮৫-এর প্রতি দৃষ্টি আকর্ষণ করছি।
২। ১লা এপ্রিল ২০০০ থেকে কার্যকরী দেশীয় ও সাধারণ অনাবাসী সঞ্চয় আমানতে এবং অনাবসী (বিদেশি) অ্যাকাউন্ট প্রকল্পে বার্ষিক সুদের হার ০.৫ শতাংশ পয়েন্ট কমিয়ে ৪.৫ শতাংশ থেকে ৪.০ শতাংশ করা স্থির হয়ছে।
৩। বিভিন্ন সময়ে গৃহীত এ বিষয়ে অন্যান্য সমস্ত নির্দেশাবলী অপরিবর্তিত থাকবে।
৪। তারিখের আমাদের সংশোধনী বিজ্ঞপ্তি DBOD.No.Dir. BC.157 /13.03.00/2000 তারিখ ১লা এপ্রিল ২০০০, এর সঙ্গে সংযোজিত হল।
৫। নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন) খণ্ড ১, অংশ ১-এর ৯ম অধ্যায়ের বর্তমান সংযোজনী (সংযোজনী ২-এর)-টি, স্লিপ ১৩ অনুসারে সংশোধন করা যেতে পারে।
৬। দয়া করে প্রাপ্তি স্বীকার করুন।
ইতি ভবদীয়
পি. ভি. সুব্বারাও)
চীফ জেনারেল ম্যানেজার
সংযোজনী – উপরের মত
DBOD.No. Dir.BC. 157/13.03.00/2000
এপ্রিল ১,২০০০.
আমানতের উপরে সুদের হার
ব্যাংকিং রেগুলেশান অ্যাক্টের ১৯৪৯-এর ২১ এবং ৩৫এ অনুচ্ছেদে ন্যস্ত ক্ষমতা অনুযায়ী ডিসেম্বর ২৭, ১৯৮৫ তারিখের এবং সময়োপযোগী পরিবর্তনসহ DBOD.No.Dir.BC.151/C.347/85 ও তার সংশোধনসহ সাধারণের প্রয়োজন ও উপযোগিতা বিষয়ে সন্তুষ্ট হইয়া ভারতীয় রিজার্ভ ব্যাংক এই নির্দেশ দিচ্ছে যে ১লা এপ্রিল ২০০০ থেকে হতে কার্যকরী দেশীয় ও সাধারণ অনাবাসী সঞ্চয় আমানতে এবং অনাবসী (বিদেশ) অ্যাকাউন্ট প্রকল্পে বার্ষিক সুদের হার ৪.০ শতাংশ হবে।
২। সেইমত, ১৯৮৫ সালের ২৭শে ডিসেম্বর তারিখের DBOD.No.Dir.BC.151 /C.347/85 তারিখ ডিসেম্বর ২৭, ১৯৮৫ অনুয়াযী সংযোজনী -১ ও সংযোজনী-২ মতে সংশোধন করা যাবে। অন্য সব ধারাগুলি অপরিবর্তিত থাকিবে।
(জি .পি .মুনিয়াপ্পান)
নির্বাহী নির্দেশক
স্লিপ ১৩
[অধ্যায় ৯, নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন)
DBOD, DBS, IECD Dir.BC157 of 2000]
সংযোজনী
(সংযোজনী-২ -এর)
আমানতের উপরে সুদের হার
(দেশীয়, এন-আর-ও,এবং এন-আর-ই ডিপোজিট)
অ্যাকাউণ্টের শ্রেণী |
বার্ষিক শতকরা হার
|
|
|
|
|
(১) |
কারেন্ট |
নেই |
|
|
|
(২) |
সঞ্চয় |
৪.০ |
|
|
|
(৩) |
মেয়াদি আমানত * |
সুদহীন |
|
১৫ দিন ও তার বেশি |
|
* এন-আর-ই আমানতের ক্ষেত্রে মেয়াদপূর্তি অন্তত পক্ষে ৬ মাস