আমানতের উপর সুদের হার - আরবিআই - Reserve Bank of India
আমানতের উপর সুদের হার
দেশীয়/এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) মেয়াদি আমানতের উপর
ঋণের ক্ষেত্রে সুদের হার
কেন্দ্রীয় কার্যালয়
ব্যাংকের কাজ ও উন্নয়ন বিভাগ
সেন্টার - ১ , ওয়ার্ল্ড ট্রেড সেন্টার
কাফে প্যারেড , কোলাবা ,
মুম্বাই ৪০০ ০০৫
DBOD.Dir.BC.153/13.03.00/99-2000
মার্চ ২৩, ২০০০
সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংকগুলি
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যাতীত)
মাননীয় মহাশয়,
দেশীয়/এন-আর-ই/এফ-সি-এন-আর (বি)
মেয়াদি আমানতের উপর ঋণের ক্ষেত্রে সুদের হার
আনুগ্রহ করে আমাদের নির্দেশনামা নং DBOD.No.Dir.BC.107/13.01.04/99 এবং 108/13.01.09/99 তারিখ ২৯শে অক্টোবর ১৯৯৯ প্রতি দৃষ্টি আকর্ষম করে জানানো হচ্ছে যে, সমস্ত ব্যাংককে স্বাধীনতা দেওয়া হয়েছে সুদের হার নির্ধারণ করতে কেবলমাত্র প্রাইম লেণ্ডিং রেট (পি-এল-আর/প্রধান সুদের হার) ব্যাতিরেকে দেশীয়/এন-আর-ই/এফ-সি-এন-আর (বি) মেয়াদি আমানতের উপর ঋণের ক্ষেত্রে। যা হোক কিছু ক্ষেত্রে লক্ষ্য করা গেছে যে বিশেষ করে তৃতীয় পক্ষের জমার উপর Rs.2 লক্ষ পর্যন্ত ঋণের ক্ষেত্রে সুদের হার আমানতকারীর নিজের আমানতের উপর ঋণের ক্ষেত্রে সুদের হারের চেয়ে কম। সেই মত ঘটনার পর্যালোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তৃতীয় পক্ষের আমানতের উপর Rs.2 লক্ষ পর্যন্ত ঋণে সুদের হার ব্যাংকগুলি তাদের সুবিধামত নির্ধারণ করতে পারবে, যেভাবে সাম্প্রতীককালে আমানতকারীদের উপরে দেয় ঋণে সুদের হার নির্ধারণের ক্ষমতা দেওয়া হয়েছে। তাদেরকে Rs.2 লক্ষ পর্যন্ত ঋণের উপর সুদের হার প্রাইম লেণ্ডিং রেট ব্যাতিরেকে নির্ধারণের উপর পূর্ণ অধিকার দেওয়া হল। তৃতীয় পক্ষের Rs.2 লক্ষের বেশি মূল্যের আমানতের উপর ঋণের ক্ষেত্রে সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।
২। সেই মোতাবেক নির্দেশনামা নং DBOD.No.Dir.BC 151ও 152 /13.03.00/99-2000 তারিখ মার্চ ২৩ , ২০০০ট সঙ্গে দেওয়া হল।
৩। ফলস্বরূপ নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন) খণ্ড ১ - অংশ ১ -এ নিম্নলিখিত সংশোধনী গুলি করা যেতে পারে –
(ক) সঙ্গে দেওয়া স্লিপ ১০ অনুযায়ী অনুচ্ছেদ 9.VI.I -এর ধারা (ii)-এর উপধারা (b)-কে সংশোধন করা যাবে।
(খ) সঙ্গে দেওয়া স্লিপ ১১ অনুযায়ী অনুচ্ছেদ 9.VI.2 -এর ধারা (ii)(b)-এর উপধারা (b)-কে সংশোধন করা যাবে।
(গ) সঙ্গে দেওয়া স্লিপ ১২ অনুযায়ী অনুচ্ছেদ 9.VI.2 -এর ধারা (iii)(b)-এর উপধারা (b)-কে সংশোধন করা যাবে।
৪। অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করুন।
ইতি ভবদীয়,
( পি ভি সুব্বা রাও )
চীফ জেনারেল ম্যানেজার
সংযোজন: উপরে বর্ণিত
DBOD No. Dir.BC. 151 13.03.00/99-2000
মার্চ ২৩, ২০০০
আমানতের উপর সুদের হার
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ধারা ২১ ও ৩৫এ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা ও তার সংশ্লিষ্ট নির্দেশনামা DBOD No. Dir. BC.151/C.347-85 তারিখ ডিসেম্বর ২৭, ১৯৮৫-র আংশিক সংশোধন হিসাবে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে সংশোধন করে থাকে, যারা এই বিষয়ে সন্তুষ্ট হয়েছেন যে এটি জনসাধারণের হিতের জন্য প্রয়োজনীয় ও প্রযোজ্য, এতদ্বারা নির্দেশ দিচ্ছে যে অনুচ্ছেদ ১১-র উপধারা (b)-টি অবিলম্বে সংশোধন করতে হবে নিম্নে বর্ণিত উপায়ে।
“(b) যখন মেয়াদি আমানতের উপর ঋণ দেওয়া হবে, যা উপরে বর্ণিত উপধারা (a)-এর (i) থেকে (iv)-এর কোনো অংশভূত না হয় তবে
i)
ব্যাংকগুলি প্রাইম লেণ্ডিং রেট ব্যাতিরেকে ইচ্ছা মতন সুদ হার ঠিক করতে পারে, যদি ঋণের অঙ্ক Rs. 2 লক্ষ পর্যন্ত হয়, এবং
ii)
যদি ঋণ Rs. 2 লক্ষের বেশি হয় তবে তার উপর সুদের হার সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।”
নির্দেশিকা নং DBOD No.Dir.BC.151/C.347/85 তারিখ ডিসেম্বর ২৭, ১৯৮৫-এর অন্যান্য বিষয়গুলি, যা সময় সময় সংশধন করা হয়ে থাকে তা অপরিবর্তীত থাকবে।
(জি পি মুনিয়াপ্পান)
একজিকিউটিভ ডিরেক্টর
DBOD No. Dir. BC.152 /13.03.00/2000
মার্চ ২৩, ২০০০
ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ধারা ২১ ও ৩৫এ অনুযায়ী প্রদত্ত ক্ষমতা ও তার সংশ্লিষ্ট নির্দেশনামা DBOD No. BC.115/13.01.09/93 তারিখ এপ্রিল ২৯, ১৯৯৩-র আংশিক সংশোধন হিসাবে, যা ভারতীয় রিজার্ভ ব্যাংক সময়ে সময়ে সংশোধন করে থাকে, যারা এই বিষয়ে সন্তুষ্ট হয়েছেন যে এটি জনসাধারণের হিতের জন্য প্রয়োজনীয় ও প্রযোজ্য, এতদ্বারা নির্দেশ দিচ্ছে যে ধারা (viii)-র উপধারা (b)-টি অবিলম্বে সংশোধন করতে হবে নিম্নে বর্ণিত উপায়ে:
“(b) যখন মেয়াদি আমানতের উপর ঋণ দেওয়া হবে, যা উপরে বর্ণিত উপধারা (a)-এর (i) থেকে (iv)-এর কোনো অংশভূত না হয় তবে
i)
ব্যাংকগুলি প্রাইম লেণ্ডিং রেট ব্যাতিরেকে ইচ্ছা মতন সুদ হার ঠিক করতে পারে, যদি ঋণের অঙ্ক Rs. 2 লক্ষ পর্যন্ত হয়, এবং
ii)
যদি ঋণ >Rs. 2 লক্ষের বেশি হয় তবে তার উপর সুদের হার সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।”
(জি পি মুনিয়াপ্পান)
একজিকিউটিভ ডিরেক্টর
স্লিপ ১০
অধ্যায় ৯, নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন),
DBOD,DBS,IECD
Dir.BC. 151 of 2000
9.VI.I .(ii)
(b) যখন মেয়াদি আমানতের উপর ঋণ দেওয়া হবে, যা উপরে বর্ণিত উপধারা (a)-এর (i) থেকে (iv)-এর কোনো অংশভূত না হয় তবে-
i)
ব্যাংকগুলি প্রাইম লেণ্ডিং রেট ব্যাতিরেকে ইচ্ছা মতন সুদ হার ঠিক করতে পারে, যদি ঋণের অঙ্ক Rs. 2 লক্ষ পর্যন্ত হয়, এবং
ii)
যদি ঋণ Rs. 2 লক্ষের বেশি হয় তবে তার উপর সুদের হার সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।
স্লিপ ১১
9.VI.2(ii)(b)
অধ্যায় ৯, নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন),
DBOD,DBS,IECD
Dir.BC. 151 of 2000
(b) যখন মেয়াদি আমানতের উপর ঋণ দেওয়া হবে, যা উপরে বর্ণিত উপধারা (a)-এর (i) থেকে (iv)-এর কোনো অংশভূত না হয় তবে-
ii)
যদি ঋণ Rs. 2 লক্ষের বেশি হয় তবে তার উপর সুদের হার সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।
স্লিপ ১২
অধ্যায় ৯, নির্দেশাবলী (ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন),
DBOD,DBS,IECD
Dir.BC. 152 of 2000
9. VI. 2 (iii) (b)
(b) যখন মেয়াদি আমানতের উপর ঋণ দেওয়া হবে, যা উপরে বর্ণিত উপধারা (a)-এর (i) থেকে (iv)-এর কোনো অংশভূত না হয় তবে-
i)
ব্যাংকগুলি প্রাইম লেণ্ডিং রেট ব্যাতিরেকে ইচ্ছা মতন সুদ হার ঠিক করতে পারে, যদি ঋণের অঙ্ক Rs.2 লক্ষ পর্যন্ত হয়, এবং
i)
যদি ঋণ Rs. 2 লক্ষের বেশি হয় তবে তার উপর সুদের হার সুদের হার ভারতীয় রিজার্ভ ব্যংকের বিভিন্ন সময় জারী করা নির্দেশের উপর নির্ধারিত হবে।