রুপি চিহ্ন (`) এবং ইনসেট লেটার R সমেত ` - আরবিআই - Reserve Bank of India
রুপি চিহ্ন (`) এবং ইনসেট লেটার R সমেত ` 1000 ব্যাঙ্কনোট জারি
তারিখঃ 21/02/2012 রুপি চিহ্ন (`) এবং ইনসেট লেটার 'R' সমেত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই চিহ্ন ‘`‘ সহ, ইনসেট লেটার 'R' এবং ব্যাঙ্কনোটের পৃষ্ঠভাগে মুদ্রণ বর্ষ সমেত ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ড. ডি সুব্বারাও-এর স্বাক্ষর সম্বলিত মহাত্মা গান্ধী 2005 সিরিজ -এ্রর অন্তর্গত `1000 মূল্যমানের ব্যাঙ্কনোট জারি করবে। বর্তমানে জারি হবে এই যে নোটগুলি, তাদের নকশা সমস্ত ক্ষেত্রেই, ` চিহ্ন ব্যতিরেকে, পূর্বে জারি হওয়া মহাত্মা গান্ধী সিরিজ 2005-এর `1000 ব্যাঙ্কনোটের সদৃশ হবে । ব্যাঙ্ক কর্তৃক অতীতে জারি হওয়া `1000 মূল্যমানের সমস্ত ব্যাঙ্কনোট বৈধ টেন্ডার হিসেবে চালু থাকবে। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ 2011-2012/1339 |