কুকা আন্দোলনের 150 বর্ষ উদযাপনের স্মারক হিসেবে 5 টাকার ধাতু মুদ্রা জারি
24.01.2013 কুকা আন্দোলনের 150 বর্ষ উদযাপনের স্মারক হিসেবে 5 টাকার ধাতু মুদ্রা জারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই প্রচলনে আনবে ভারত সরকার দ্বারা জারি করা উপরোক্ত ধাতুমুদ্রা, যার মাত্রা, নকশা এবং গঠন নিম্নে দেওয়া হলঃ
কয়েনেজ অ্যাক্ট, 2011 অনুযায়ী এই মুদ্রাগুলি বৈধ টেন্ডার। এই মূল্যমানের বর্তমান মুদ্রাগুলিও বৈধ টেন্ডার হিসাবে চালু থাকবে। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ 2012-2013/1252 |
পেজের শেষ আপডেট করা তারিখ: