গভর্ণর ড. উরজিত আর. প্যাটেলের সইযুক্ত, সাংখ্য স - আরবিআই - Reserve Bank of India
78489972
এই তারিখে প্রকাশিত জুলাই 19, 2017
গভর্ণর ড. উরজিত আর. প্যাটেলের সইযুক্ত, সাংখ্য সারণীতে অন্তরীণ “S” বর্ণ যুক্ত মহাত্মা গান্ধী সারণী - 2005 এর ₹ 20 মূল্যমানের ব্যাংকনোট প্রকাশ
তারিখ : 19/07/2017 গভর্ণর ড. উরজিত আর. প্যাটেলের সইযুক্ত, সাংখ্য সারণীতে অন্তরীণ “S” বর্ণ যুক্ত মহাত্মা গান্ধী সারণী - ভারতীয় রিজার্ভ ব্যাংক শীঘ্র উভয় সাংখ্য সারণীতে অন্তরীণ “S” বর্ণ যুক্ত মহাত্মা গান্ধী সারণী -2005 এর ₹ 20 মূল্যমানের ব্যাংকনোট প্রকাশ করবে. এই প্রকাশ হতে চলা ব্যাংকনোটগুলির নক্সা এই সারণীর অন্তর্গত আগে জারি হওয়া ₹ 20 মূল্যমানের ব্যাংকনোটের সঙ্গে সর্বতোভাবে একই রকম থাকবে (বিস্তারিত বিবরণ জানার জন্য প্রেস প্রকাশনি নং : 2016-2017/678 dated September 15, 2016 দেখুন) । ব্যাংক দ্বারা ইতিপূর্বে জারি করা ₹ 20 মূল্যমানের সকল ব্যাংকনোটের আইনগত পেশযোগ্যতা বজায় থাকবে । অজিত প্রসাদ প্রেস প্রকাশনি : 2017-2018/183 |
प्ले हो रहा है
শুনুন
এই পেজটি কি সহায়ক ছিল?