অন্তরীণ ‘R’ বর্ণ বিশিষ্ট ₹ 500 মূল্যমানের ব্যাংকনোট প্রকাশ
তারিখ : 19/12/2016 অন্তরীণ ‘R’ বর্ণ বিশিষ্ট ₹ 500 মূল্যমানের ব্যাংকনোট প্রকাশ বর্তমানে আইনগতভাবে পেশযোগ্য মহাত্মা গান্ধী (নতুন) সারণীর ₹ 500 মূল্যমানের ব্যাংকনোট জারি বজায় রাখার সঙ্গে সঙ্গে উভয় সাংখ্য সারণীতে অন্তরীণ ‘R’ বর্ণ বিশিষ্ট, ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্ণর ড. উর্জিত আর. প্যাটেলের সই যুক্ত, মুদ্রনবর্ষ ‘2016’ সহ একটি নতুন শ্রেণীর ব্যাংকনোট প্রকাশ হতে চলেছে। এই নোটগুলির নকশা সার্বিকভাবে ডিসেম্বর 8, 2016 তারিখাঙ্কিত প্রেশ প্রকাশণী 2016-2017/1461 মারফত জারি করা মহাত্মা গান্ধী (নতুন) সারণীর ₹ 500 মূল্যমানের ব্যাংকনোটের সঙ্গে একই প্রকার থাকবে। অজিত প্রসাদ প্রেস প্রকাশনী: 2016-2017/1576 |
পেজের শেষ আপডেট করা তারিখ: