“শহিদ ভগৎ সিং জন্ম শতবার্ষিকি” উদযাপন উপলক্ষে - আরবিআই - Reserve Bank of India
“শহিদ ভগৎ সিং জন্ম শতবার্ষিকি” উদযাপন উপলক্ষে স্মারক হিসেবে ধাতু মুদ্রা জারি
তারিখঃ 21/02/2012 “শহিদ ভগৎ সিং জন্ম শতবার্ষিকি” উদযাপন উপলক্ষে স্মারক হিসেবে ধাতু মুদ্রা জারি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক শীঘ্রই নিম্নলিখিত মাত্রা, নকশা এবং গঠন সম্বলিত ` 5 মূল্যমানের ধাতুমুদ্রা প্রচলনে আনবে অর্থাৎ
নকশা
কয়েনেজ অ্যাক্ট, 1906 অনুযায়ী এই ধাতুমুদ্রাগুলি বৈধ টেন্ডার। এই মূল্যমানের বর্তমা্নে বিদ্যমান ধাতুমুদ্রাও বৈধ টেন্ডার হিসাবে চালু থাকবে। অজিত প্রসাদ প্রেস বিজ্ঞপ্তিঃ 2011-2012/1338 |