২০,০০০ টাকা এবং তদোর্ধ্ব টাকার ডিমান্ড ড্রাফ্ - আরবিআই - Reserve Bank of India
২০,০০০ টাকা এবং তদোর্ধ্ব টাকার ডিমান্ড ড্রাফ্ট্জারি করা
আরবিআই/২০১১-১২/২৫০ নভম্বর ৪, ২০১১ সভাপতি/মুখ্য নির্বাহীকগণ প্রিয় মহাশয়, ২০,০০০ টাকা এবং তদোর্ধ্ব টাকার ডিমান্ড ড্রাফ্ট্জারি করা এ সম্পর্কে ব্যাঙ্কগুলি অবহিত আছে যে প্রাপকের একাউন্টে দেয় হিসেবে রেখিত লেখ্যগুলি প্রাপকের একাউন্টে ক্রেডিট হবে, কাউন্টারের মাধ্যমে নগদে সেগুলির বিনিময়ে অর্থপ্রদান করা হবে না। যদিও কিছু নীতিহীন মানুষ নগদে নিষ্পত্তির পরিবর্তে অর্থ হস্তান্তরণের উপায় হিসেবে অ-রেখিত ডিমান্ড ড্রাফ্ট্ব্যবহার করে থাকেন। ২. এই প্রসঙ্গেই নিয়ন্ত্রণ সংক্রান্ত যে উদ্বেগ সৃষ্টি হয়েছে তার নিরসনের উপায় হিসেবে ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা যেন সুনিশ্চিত করে যে ২০,০০০ টাকা ও তদোর্ধ্ব টাকার ডিমান্ড ড্রাফ্ট্জারি করার ক্ষেত্রে প্রাপকের একাউন্টে দেয় হিসেবে সেগুলি অবশ্যই যেন রেখিত করা হয়। আপনার বিশ্বস্ত, (দীপক সিঙ্ঘল) |