ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড দেওয়া - আরবিআই - Reserve Bank of India
ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড দেওয়া
ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড প্রদান
DBOD.No.FSC.BC.88/24.01.011A/2001-02
এপ্রিল ১১,২০০২
সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যাতীত)
মহাশয়,
ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড প্রদান
১২ই নভেম্বর ১৯৯৯ তারিখের বিজ্ঞপ্তি DBOD. No.FSC.BC.123/24.01.019/ 99-2000 (সংযোজনী ১-বিষয় ৩-গ্রাহকের যোগ্যতা)-এ দেওয়া নির্দেশাবলীর অনুযায়ী ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল সেইসব গ্রাহকদের স্মার্ট/ডেবিট কার্ড প্রদান করার জন্যে যাদর আর্থিক অবস্থা ভাল এবং যারা অন্ততঃ ছ মাস ধরে নিজেদের অ্যাকাউন্ট সন্তোষজনক ভাবে পরিচালনা করেছেন ।
২। ব্যাপারটা পুনঃবিচার করে সিদ্ধান্ত নেওয়া হল যে ব্যাংকগুলি স্মার্ট কার্ড প্রদান করতে পারে ( অন-লাইনও অফ-লাইন উভয় মাধ্যমেই)সেই সব বাছাই করা গ্রাহকদের যাদর আর্থিক অবস্থা ভাল কিন্তু তারা ছ মাসের কম সময় ধরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট পরিচালনা করেছেন যদি “আপনার গ্রাহককে চিনুন”-ধারণাটি তারা নিশ্চয়তার সঙ্গে ২১শে জুন ১৯৯৯ তারিখের বিজ্ঞপ্তি নং DBS.FGV.BC.56/23.04.001/98-99 এর মধ্যে ব্যাংকগুলিকে পাঠানো রিপোর্ট অফ দ্য স্টাডি গ্রুপ অন লার্জ ভ্যাল্যু ব্যাংক ফ্রড এর অনুচ্ছেদ ৯.২-এর অনুসারে কার্যকরী করতে পারেন। যদিও যে ব্যাংকগুলি অফ-লাইন মাধ্যমে ডেবিট কার্ডের কাজকর্ম চালু করছে, তাদের ছ মাস ধরে সন্তোষজনক ভাবে অ্যাকাউন্ট পরিচালনার ন্যূনতম সময়সীমাটি মেনে চলতে হবে।
৩। এর ফলস্বরূপ পরিবর্তনটি সংযুক্ত স্লিপ অনুযায়ী অনুগ্রহ করে,ম্যানুয়াল অফ ইন্সট্রাক্শনের পরিচ্ছেদ১৫র অনুচ্ছেদ ১৫.১১র সংযোজনী ১ -এর বিষয় ৩ এর ক্ষেত্রে প্রয়োগ করুন।
৪। অনুগ্রহ করে চিঠির প্রাপ্তি স্বীকার করুন।
ইতি ভবদীয়,
(সি আর মুরলীধরণ)
চীয় জেনারেল ম্যানেজার
স্লিপ
[ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন -DBOD ,DBS and IECD-
FSC.BC.88 of 2002]
সংযোজনী ১
( অনুচ্ছেদ- ১৫.১১)
৩. গ্রাহকের যোগ্যতা
ব্যাংকগুলি স্মার্ট কার্ড প্রদান করতে পারে ( অন-লাইনও অফ-লাইন উভয় মাধ্যমেই)সেই সব বাছাই করা গ্রাহকদের যাদর আর্থিক অবস্থা ভাল কিন্তু তারা ছ মাসের কম সময় ধরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট পরিচালনা করেছেন যদি “আপনার গ্রাহককে চিনুন”-ধারণাটি তারা নিশ্চয়তার সঙ্গে ২১এজুন১৯৯৯তারিখের বিজ্ঞপ্তি নং. DBS. FGV.BC.56/23.04.001/98-99 এর মাধ্যে ব্যাংকগুলিকে পাঠানো রিপোর্ট অফ দ্য স্টাডি গ্রুপ অন লার্জ ভ্যাল্যু ব্যাংক ফ্রড এর অনুচ্ছেদ ৯.২-এর অনুসারে কার্যকরী করতে পারেন। যদিও যে ব্যাংকগুলি অফ-লাইন মাধ্যমে ডেবিট কার্ডের কাজকর্ম চালু করছে, তাদের ছ মাস ধরে সন্তোষজনক ভাবে অ্যাকাউন্ট পরিচালনার ন্যূনতম সময়সীমাটি মেনে চলতে হবে।ব্যাংক ডেবিট/ স্মার্ট কার্ডের সুবিধা প্রদান করতে পারে সেসব ব্যাক্তিদের,সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে যারা অন্তর্নিহিত লিকুইডিটি বৈশিষ্ট্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট/কারেন্ট অ্যাকাউন্ট/ফিক্সড ডিপসিট অ্যাকাউন্ট পরিচালনা করছেন। ডেবিট/ স্মার্ট কার্ডের সুবিধা ক্যাশ/ক্রেডিট/লোন অ্যাকাউন্ট ধারীদের প্রদান করা চলবে না যদিও, ব্যাংকগুলি ব্যাক্তিগত লোন অ্যাকাউন্টের বিপরিতে অন-লাইন ডেবিট কার্ড প্রদান করতে পারে,সেসব ক্ষেত্রে যেখানে চেকের মাধ্যমে কাজকর্ম করার অনুমতি আছে।