RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
S3

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78441388

ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড দেওয়া

ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড প্রদান

DBOD.No.FSC.BC.88/24.01.011A/2001-02

এপ্রিল ১১,২০০২

সমস্ত তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক

(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক ব্যাতীত)

মহাশয়,

ব্যাংক দ্বারা স্মার্ট কার্ড প্রদান

১২ই নভেম্বর ১৯৯৯ তারিখের বিজ্ঞপ্তি DBOD. No.FSC.BC.123/24.01.019/ 99-2000 (সংযোজনী ১-বিষয় ৩-গ্রাহকের যোগ্যতা)-এ দেওয়া নির্দেশাবলীর অনুযায়ী ব্যাংকগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল সেইসব গ্রাহকদের স্মার্ট/ডেবিট কার্ড প্রদান করার জন্যে যাদর আর্থিক অবস্থা ভাল এবং যারা অন্ততঃ ছ মাস ধরে নিজেদের অ্যাকাউন্ট সন্তোষজনক ভাবে পরিচালনা করেছেন

২। ব্যাপারটা পুনঃবিচার করে সিদ্ধান্ত নেওয়া হল যে ব্যাংকগুলি স্মার্ট কার্ড প্রদান করতে পারে ( অন-লাইনও অফ-লাইন উভয় মাধ্যমেই)সেই সব বাছাই করা গ্রাহকদের যাদর আর্থিক অবস্থা ভাল কিন্তু তারা ছ মাসের কম সময় ধরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট পরিচালনা করেছেন যদি আপনার গ্রাহককে চিনুন-ধারণাটি তারা নিশ্চয়তার সঙ্গে ২১শে জুন ১৯৯৯ তারিখের বিজ্ঞপ্তি নং DBS.FGV.BC.56/23.04.001/98-99 এর মধ্যে ব্যাংকগুলিকে পাঠানো রিপোর্ট অফ দ্য স্টাডি গ্রুপ অন লার্জ ভ্যাল্যু ব্যাংক ফ্রড এর অনুচ্ছেদ ৯.২-এর অনুসারে কার্যকরী করতে পারেনযদিও যে ব্যাংকগুলি অফ-লাইন মাধ্যমে ডেবিট কার্ডের কাজকর্ম চালু করছে, তাদের ছ মাস ধরে সন্তোষজনক ভাবে অ্যাকাউন্ট পরিচালনার ন্যূনতম সময়সীমাটি মেনে চলতে হবে

এর ফলস্বরূপ পরিবর্তনটি সংযুক্ত স্লিপ অনুযায়ী অনুগ্রহ করে,ম্যানুয়াল অফ ইন্সট্রাক্শনের পরিচ্ছেদ১৫র অনুচ্ছেদ ১৫.১১র সংযোজনী ১ -এর বিষয় ৩ এর ক্ষেত্রে প্রয়োগ করুন

অনুগ্রহ করে চিঠির প্রাপ্তি স্বীকার করুন।

ইতি ভবদীয়,

(সি আর মুরলীধরণ)

চীয় জেনারেল ম্যানেজার

স্লিপ

[ম্যানুয়াল অফ ইন্সট্রাকশন -DBOD ,DBS and IECD-
FSC.BC.88 of 2002]

সংযোজনী ১

( অনুচ্ছেদ- ১৫.১১)

. গ্রাহকের যোগ্যতা

ব্যাংকগুলি স্মার্ট কার্ড প্রদান করতে পারে ( অন-লাইনও অফ-লাইন উভয় মাধ্যমেই)সেই সব বাছাই করা গ্রাহকদের যাদর আর্থিক অবস্থা ভাল কিন্তু তারা ছ মাসের কম সময় ধরে ব্যাঙ্কের অ্যাকাউন্ট পরিচালনা করেছেন যদি আপনার গ্রাহককে চিনুন-ধারণাটি তারা নিশ্চয়তার সঙ্গে ২১এজুন১৯৯৯তারিখের বিজ্ঞপ্তি নং. DBS. FGV.BC.56/23.04.001/98-99 এর মাধ্যে ব্যাংকগুলিকে পাঠানো রিপোর্ট অফ দ্য স্টাডি গ্রুপ অন লার্জ ভ্যাল্যু ব্যাংক ফ্রড এর অনুচ্ছেদ ৯.২-এর অনুসারে কার্যকরী করতে পারেনযদিও যে ব্যাংকগুলি অফ-লাইন মাধ্যমে ডেবিট কার্ডের কাজকর্ম চালু করছে, তাদের ছ মাস ধরে সন্তোষজনক ভাবে অ্যাকাউন্ট পরিচালনার ন্যূনতম সময়সীমাটি মেনে চলতে হবেব্যাংক ডেবিট/ স্মার্ট কার্ডের সুবিধা প্রদান করতে পারে সেসব ব্যাক্তিদের,সংস্থা এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলিকে যারা অন্তর্নিহিত লিকুইডিটি বৈশিষ্ট্য সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট/কারেন্ট অ্যাকাউন্ট/ফিক্সড ডিপসিট অ্যাকাউন্ট পরিচালনা করছেন ডেবিট/ স্মার্ট কার্ডের সুবিধা ক্যাশ/ক্রেডিট/লোন অ্যাকাউন্ট ধারীদের প্রদান করা চলবে না যদিও, ব্যাংকগুলি ব্যাক্তিগত লোন অ্যাকাউন্টের বিপরিতে অন-লাইন ডেবিট কার্ড প্রদান করতে পারে,সেসব ক্ষেত্রে যেখানে চেকের মাধ্যমে কাজকর্ম করার অনুমতি আছে

RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?