গৃহ ঋণ—ফোরক্লোজার মাশুল / মেয়াদপূর্ব পরিশোধের জ - আরবিআই - Reserve Bank of India
গৃহ ঋণ—ফোরক্লোজার মাশুল / মেয়াদপূর্ব পরিশোধের জন্য দন্ড
আরবিআই/2013-14/582 মে 7, 2014 সমস্ত তফসিলভুক্ত বাণিজ্যিক ব্যাঙ্ক প্রিয় মহাশয় / মহাশয়া গৃহ ঋণ—ফোরক্লোজার মাশুল / মেয়াদপূর্ব পরিশোধের জন্য দন্ড অনুগ্রহ করে ‘গৃহ ঋণ—ফোরক্লোজার মাশুল / মেয়াদপূর্ব পরিশোধের জন্য দন্ড’ বিষয়ে আমাদের জুন 5, 2012 তারিখের সার্কুলার ডিবিওডি.নং.ডিআইআর.বিসি.107/13.03.00/2011-12 দেখবেন। 2. এপ্রিল 1, 2014 /en/web/rbi/-/press-releases/first-bi-monthly-monetary-policy-statement-2014-15-by-dr.-raghuram-g.-rajan-governor-30911 তারিখে ঘোষিত প্রথম দ্বিমাসিক মুদ্রানীতি বিবরণী 2014-15-এর অংশ ‘বি’ দেখবেন যেখানে গ্রাহক সুরক্ষার জন্য কিছু ব্যবস্থার প্রস্তাব দেওয়া হয়েছে। গ্রাহকদের স্বার্থে ব্যাঙ্কগুলিকে বলা হয়েছে তারা যেন ঋণগ্রহীতাদের পরিবর্তনশীল সুদের হার যুক্ত মেয়াদি ঋণ মেয়াদপূর্বে পরিশোধ করার অনুমতি দেয়। তদনুসারে, ব্যাঙ্কগুলিকে নির্দেশ দেওয়া হচ্ছে যে অবিলম্বে ব্যক্তিবিশেষ ঋণগ্রহীতাদের মঞ্জুরীকৃত পরিবর্তনশীল সুদের হার-যুক্ত মেয়াদি ঋণের ক্ষেত্রে ফোরক্লোজার মাশুল / মেয়াদপূর্ব পরিশোধের জন্য দণ্ড যেন না ধার্য করা হয়। আপনার বিশ্বস্ত, (প্রকাশ চন্দ্র সাহু) |