বিদ্যমান ₹ 500/- ও ₹ 1000/- ব্যাঙ্কনোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - কাউন্টারের মাধ্যমে বিনিময়
RBI/2016-17/139 নভেম্বর 17, 2016 চেয়ারম্যান / প্রাবন্ধিক নির্দেশক/ মুখ্য কার্যনির্বাহী আধিকারিক, মহাশয়া /প্রিয় মহাশয়, বিদ্যমান ₹ 500/- ও ₹ 1000/- ব্যাঙ্কনোটের আইনগত পেশযোগ্যতা প্রত্যাহার - কাউন্টারের মাধ্যমে বিনিময় অনুগ্রহ করে উপরোক্ত বিষয়ের উপর আমাদের নভেম্বর 08, 2016 তারিখাঙ্কিত সার্কুলার No. DCM (Plg) No.1226/10.27.00/2016-17 দেখুন। 2. সমীক্ষার পর এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে ব্যাঙ্কের কাউন্টার মারফত এসবিএন-এর পরিবর্তে নগদরাশি বিনিময়ের সীমা হবে ₹ 2000 যা নভেম্বর 18, 2016 থেকে কার্যকরী হবে। এই সুবিধা ব্যক্তিপ্রতি কেবলমাত্র একবারের জন্য দেওয়া হবে। 3. অনুগ্রহ করে প্রাপ্তি স্বীকার করুন। আপনার বিশ্বস্ত (পি বিজয়কুমার) |
পেজের শেষ আপডেট করা তারিখ: