পেমেন্ট ব্যাংকসমূহে গ্রাহকদের জমা করা আমানö - আরবিআই - Reserve Bank of India
পেমেন্ট ব্যাংকসমূহে গ্রাহকদের জমা করা আমানতের সর্বোচ্চ সীমা – অন্য ব্যাংকের সঙ্গে স্থানান্তরণের ব্যবস্থাপনা
RBI/2016-17/329 জুন 29, 2017 পেমেন্ট ব্যাংকগুলির মুখ্য কার্যনির্বাহী অধিকারিকগণ মহাশয়া / প্রিয় মহাশয় পেমেন্ট ব্যাংকসমূহে গ্রাহকদের জমা করা আমানতের সর্বোচ্চ সীমা – অন্য ব্যাংকের সঙ্গে স্থানান্তরণের ব্যবস্থাপনা পেমেন্ট ব্যাংকগুলির কার্য সম্পাদন সংক্রান্ত অক্টোবর 6, 2016 তারিখাঙ্কিত নির্দেশিকার (কার্য সম্পাদন সংক্রান্ত নির্দেশিকা) অনুচ্ছেদ 7(i) দেখুন যার অধীনে পেমেন্ট ব্যঙ্কগুলিকে (PBs) অনুমোদন দেওয়া হয়েছিল যার দ্বারা তারা গ্রাহকদের নির্ধারিত অর্থের অতিরিক্ত রাশিকে তাদের নামে খোলা কোন তফশীলভুক্ত বাণিজ্যিক ব্যাংক / ক্ষুদ্র ফিনন্স ব্যাংকের অ্যাকঊন্টে স্থানান্তরণ করার ব্যবস্থপনা নির্মাণ করতে পারবে। 2. পেমেন্ট ব্যাংক থেকে পাওয়া মতামত / প্রস্তাব বিবেচনার পর এবং পেমেন্ট ব্যাংক মডেলের আর্থিক অন্তর্ভুক্তির উদ্দেশ্য বিবচনা করে নিম্নলিখিত নির্দেশগুলি অনুসরণ করতে হবে :
3. এই নির্দেশগুলি কার্যসম্পাদন সংক্রান্ত নির্দেশিকার অতিরিক্ত (বাড়তি) হিসাবে অব্যবহিত ভাবে ক্রিয়াশীল হল। আপনার বিশ্বস্ত, (সৌরভ সিন্হা) |