RbiSearchHeader

Press escape key to go back

Past Searches

Theme
Theme
Text Size
Text Size
ODC_S2

Notification Marquee

RBI Announcements
RBI Announcements

RbiAnnouncementWeb

RBI Announcements
RBI Announcements

Asset Publisher

78531334

দেশীয় মেয়াদি আমানতের ন্যূনতম সময়সীমা ১৫ থেকে কমিয়ে ৭ দিন করা হল

RBI/2004-05/268
RPCD.CO.RF.BC 55/07.38.01/2004-05

নভেম্বর ১,২০০৪

রাজ্য ও জেলাভিত্তিক সমস্ত কেন্দ্রীয় সমবায় ব্যাংক

মাননীয় মহাশয়,

২০০৪-০৫ সালের বার্ষিক নীতির প্রতিবেদনের মধ্যবর্তী পর্যালোচনা দেশীয়/সাধারঅনাবাসী (এন আর ও) মেয়াদি আমানতের মেয়াদপূর্তি সময় হ্রাস

বিজ্ঞপ্তি নং RPCD.No.RF.DIR.BC.77/07.38.01/2000-01 তারিখ এপ্রিল ১৯, ২০০১ -র অনুচ্ছেদ 1(i) দ্রষ্টব্য বর্তমানে ব্যাংক Rs.15 লাখ বা তার অধিক টাকার মেয়াদি আমানত কমপক্ষে ৭ দিনের মেয়াদপূর্তি শর্তে গ্রহণ করতে পারে Rs.15 লাখের কম আমানতের ক্ষেত্রে ন্যূনতম মেয়াদপূর্তি সময় ১৫ দিন হতে হবে

এই সম্পর্কে ২০০৪-০৫ বার্ষিক নীতির প্রতিবেদনের মধ্যবর্তী পর্যালোচনা (অনুকৃতি সংযোজিত হল) ৭৩ ও ৭৪ অনুচ্ছেদের প্রতি দৃষ্টি আকর্ষকরি সেখানে যেমন উল্লেখ আছে উপরের নির্দেশাবলী পর্যালোচনা করা হল এবং সিদ্ধান্ত নেওয়া হল যে মেয়াদি আমানতেরমেয়াদের সাযুজ্যের জন্যে ব্যাংক তাদের বিচারবুদ্ধি মত দেশীয়/সাধারণ অনাবাসী (এন আর ও) মেয়াদি আমানতের ন্যূনতম মেয়াদ কমিয়ে Rs.15 লাখ টাকার কমেও ১৫ দিন থেকে ৭ দিন করতে পারে যাহোক, এখন যেমন আছে, ব্যাংকের Rs.15 লাখ টাকা ও তার বেশি টাকার মেয়াদি আমানতে ভিন্ন ভিন্ন সুদের হার প্রস্তাব করার স্বাধীনতা বজায় থাকবে

আমাদের আঞ্চলিক অফিসের কাছে প্রাপ্তি স্বীকার করবেন

আপনাদের বিশ্বস্ত

( জি. শ্রীনিবাসন )

চীফ জেনারেল ম্যানেজার

সংযোজন- উপরে যেমন বলা আছে

সুদের হারের নীতি

(c) আভ্যন্তরী মেয়াদি আমানতের মেয়াদ হ্রাস

73. বর্তমানে যেখানে (Rs.15 লাখ বা তার অধিক) আভ্যন্তরীণ পাইকারী মেয়াদি আমানতেরমেয়াদ কমপক্ষে ৭ দিন সেখানে আভ্যন্তরীণ খুচরা মেয়াদি আমানতের (Rs.15 লাখের কম) মেয়াদ ১৫ দিনই বজায় থাকবে মেয়াদি আমানতেরমেয়াদের সাযুজ্যের জন্যে, এই প্রস্তাব করা হল যে

· ব্যাংক তাদের বিচারবুদ্ধি মত আভ্যন্তরীখুচরা মেয়াদি আমানতেরন্যূনতম মেয়াদ কমিয়ে (Rs.15 লাখ কমেও) ১৫ দিন থেকে ৭ দিন করতে পারে

74. তবে এখনকার মতই, Rs.15 লাখ ও তার বেশির ক্ষেত্রে দেশীয় পাইকারী মেয়াদি আমানতের বেলায় ব্যাংকের ভিন্ন ভিন্ন সুদের হারের প্রস্তাব করার স্বাধীনতা বজায় থাকবে


RbiTtsCommonUtility

प्ले हो रहा है
শুনুন

Related Assets

RBI-Install-RBI-Content-Global

RbiSocialMediaUtility

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোবাইল অ্যাপ্লিকেশন ইনস্টল করুন এবং সাম্প্রতিক সংবাদগুলিতে দ্রুত অ্যাক্সেস পান!

Scan Your QR code to Install our app

RbiWasItHelpfulUtility

এই পেজটি কি সহায়ক ছিল?