ক্ষুদ্র ঋণ অ্যাকাউন্টের এককালিন নিষ্পত্তি এব&# - আরবিআই - Reserve Bank of India
ক্ষুদ্র ঋণ অ্যাকাউন্টের এককালিন নিষ্পত্তি এবং নতুন ঋণের যোগ্যতা
RPCD.PLNFS.BC.No.56/ 06.02.31/2005-06
ডিসেম্বর ২৭, ২০০৫
চেয়ারম্যান/ ম্যানেজিং ডিরেক্টর
সকল তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক
(আঞ্চলিক গ্রামীণ ব্যাংক এবং আঞ্চলিক ব্যাংক সহ)
মাননীয় মহাশয়,
ছোট ঋণগ্রহনকারী অ্যাকাউন্টের ক্ষেত্রে এককালীন মীমাংসা এবং নতুন ঋণ গ্রহণের যোগ্যতা
ছোট ঋণগ্রহণকারীদের ব্যাংক থেকে তাদের অলাভজনক সম্পত্তির অ্যাকাউন্টগুলি মীমাংসার জন্য সুযোগ দেওয়া হচ্ছে এবং তার ফলে নতুন ঋণের ক্ষেত্রে তারা যোগ্য হয়ে উঠবে। সকল তালিকাভুক্ত বাণিজ্যিক ব্যাংক (আঞ্চলিক গ্রামীন ব্যাংক এবং স্থানীয় এলাকার ব্যাংক সহ)-কে উপদেশ দেওয়া হচ্ছে যে ২৫,০০০ টাকা বা তার কম পরিমান মূলধন এবং যা সন্দেহজনক এবং ২০০৫ সালের ৩০ শে সেপ্টেম্বর পযর্ন্ত যা অনাদায়ী সম্পদ তার এককালান মীমাংসার জন্য খুব সাধারন ব্যবস্থা করতে।
২। সরকার পোষিত প্রকল্পের মাধ্যমে যে ঋণ মঞ্জুর করা হয়েছে সেই ক্ষেত্রে ব্যাংকগুলিকে এস-এল-বি-সি দ্বারা ব্যক্ত হওয়া রাজ্যভিত্তিক একটি পৃথক নীতি সম্পর্কিত নির্দেশাবলি গঠন করতে হবে।
৩। এই ব্যবস্থা কখনই প্রতারণামূলক এবং অবৈধ কাজগুলির ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
৪। ঋণগ্রহনকারী যার অ্যাকাউন্ট এই ব্যবস্থার মাধ্যমে নির্ধারিত হয়েছে তিনি সবর্দা নতুন ঋণগ্রহনের যোগ্য।
৫। ব্যাংকগুলি যথাযোগ্য প্রকল্প / গুলি গঠন করতে পারে এবং তা রুপায়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করতে পারে।
৬। অনুগ্রহপূর্বক প্রাপ্তি স্বীকার করবেন।
ইতি ভবদীয়
(জি. শ্রীনিবাসন)
চীফ জেনারেল ম্যানেজার